বাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক
॥ ইব্রাহীম বাঘাইছড়ি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িস্থ সাজেকে পাহাড় ধসে বাঘাইহাট-সাজেক সড়কে যোগাযোগ বন্ধ থাকায় ভোর ছয়টা থেকে কাজ শুরু করে বিকাল ২টা পর্যন্ত কাজ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। বৃহস্পতিবার (২৪জুলাই) ভোররাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাজেক সড়কের নন্দারাম, চাইল্লাতলী ও চম্পকনগর এলাকায় পাহাড়ের বড় একটি অংশ সড়কের ওপর ধসে পড়ে। এর পর সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে পাহাড় ধসের খবর পেয়ে বাঘাইহাট সেনা জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ মাসুদ রানা পিএসসি এর দিকনির্দেশনায় সেনাবাহিনীর বাঘাইহাট জোন এবং দীঘিনারা ফায়ার সার্ভিস এর সদস্যগণ ভোর থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু করে। এছাড়া স্থানীয়রাও তাদের সহযোগিতা করে। বাঘাইহাট জোন কমান্ডার বলেনঃ দ্রুত সড়ক সচল করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।
তিনি আরো বলেন, খবর পাওয়ার সাথে সাথে দিঘীনালা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে অবগত করি। স্থানীয় প্রশাসন, গম্যমান ব্যাক্তিবর্গ এবং ফায়ার সার্ভিস এর সহায়তায় প্রাথমিকভাবে সড়ক যান চলাচলের উপযুক্ত করার চেষ্টা করলেও সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে পড়ায় তা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০ ইসিবির একটি টিম ঘটনাস্থলে পৌছায় এবং বাঘাইহাট জোন এর সদস্যরা উক্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করলে উপজেলা প্রশাসন ও ২০ ইসিবি সহায়তায় এস্কেভেটর এর মাধ্যমে সড়কের মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।