ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাইমুল ইসলাম রনি’র উদ্যোগে উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের ফুটবল একাডেমির ২৪ জন খেলোয়াড়কে জার্সি এবং ইউনিয়নের তিনটি ফুটবল টিমকে ১টি করে ফুটবল প্রদান করা হয়। শুক্রবার (২৫জুলাই) সকাল ১১ টায় রাজঙ্গনা হেডম্যান পাড়ার স্কুল মাঠে সামগ্রী প্রদান করা হয়।
উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজিজুর রহমান রুবেল, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ভুবন মোহন তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মামুন খানসহ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ছাত্রদলের আহবায়ক নাইমুল ইসলাম রনি বলেন, বর্তমান প্রজন্ম আগামী দিনের ভবিষ্যৎ। এই প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হলে খেলাধুলা এবং লেখাপড়ার কোন বিকল্প নেই। এছাড়াও মাদকাসক্তি থেকে বাঁচার জন্য নতুন প্রজন্মকে খেলাধুলায় পারদর্শী হতে হবে। খেলা ধুলা মানুষের মন মানসিকতাকে স্বাচ্ছন্দময় জীবন গড়তে পরিপুন্য করে। তাই আগামী প্রজন্ম যাতে খেলাধুলায় পারদর্শী হয় তার জন্য আমরা তাদের পাশে থাকতে চাই।