[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
ছাত্রদলের উদ্যোগে ক্রীড়ামোদীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণনারীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হবেশান্তি সম্প্রতি ও উন্নয়নে রামগড় ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানবাঘাইছড়ির সাজেক সড়কে ৮ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিকখাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিতদীঘিনালায় পার্টনার ফিন্ড স্কুল কংগ্রেস’র কৃষক সমাবেশনিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমানখাগড়াছড়ির রামগড়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীদের ক্রেস্ট ও সনদ প্রদানবান্দরবানের লামার মিরিঞ্জা কটেজে গলায় ফাঁস দিয়ে পর্যটকের মৃত্যুঋতুপর্ণা’র মায়ের জন্য যুব ও ক্রীড়া মন্ত্রানলয়ের অর্থিক সহায়তা প্রদান
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সেনা জোনের আয়োজনে এলাকার সার্বিক পরিস্থিতি ও নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪জুলাই) সকালে মাটিরাঙ্গা জোন সদরের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্ত, আনসার অধিনায়ক এইচ. এম. মেহেদী হাসান, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম (বদি), জামায়াত সভাপতি শামসুল হক, বাজার পরিচালনা কমিটির সভাপতি জামাল উদ্দিন, ফায়ার সার্ভিস কর্মকর্তা হারুনুর রশিদ, প্রেসক্লাব সভাপতি জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক আলগীর হোসেন এবং পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনসহ সেনা ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি। সভায় মাটিরাঙ্গা অঞ্চলের সার্বিক পরিস্থিতি, ব্যাটারি চালিত টমটমের লাইসেন্স নবায়ন, ধলিয়া লেক পরিষ্কার, অবৈধ দখলমুক্তকরণ, কিশোর গ্যাং ও মাদক নিয়ন্ত্রণ, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ সংক্রান্ত সমস্যা, শিক্ষার্থী নির্যাতন, শান্তি পরিবহন দুর্ঘটনা, শিশু ধর্ষণ, চাঁদাবাজি, রাজনৈতিক স্থিতিশীলতা, ভূমি বিরোধ এবং জেলা পরিষদের বরাদ্দ বিষয়ে বিস্তর আলোচনা হয়।

সভায় জোন অধিনায়ক বলেন, মাটিরাঙ্গা জোন এলাকায় আইনশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনী সবসময় সক্রিয় রয়েছে। যে কোনো প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী সদা প্রস্তুত এবং সন্ত্রাসী তৎপরতা রোধে সবাইকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।