[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা পরিষদের ১ সদস্য সহ ৯জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানারামগড়ে সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা সামগ্রী ও অভিভাবকদের গরু বিতরণরামগড়ে সীমা হোটেলের মালিককে জরিমানাকাপ্তাই চিৎমরম মুসলিম পাড়ায় ঈদ এ মিলাদুন্নবী পালনদীঘিনালায় সেনাবাহিনীর কর্তৃক চিকিৎসাসেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণখাগড়াছড়ির পানছড়িতে ভারতীয় অবৈধ পণ্য আটকপ্রবারণা উপলক্ষে রোয়াংছড়ি তারাছা ইউনিয়নে ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিতপার্বত্য চট্টগ্রামে লাইভলিহুড ডেভেলপমেন্ট একটি গুরুত্বপূর্ণ ইস্যু: উপদেষ্টা সুপ্রদীপখাগড়াছড়ির পানছড়িতে মৎস্যখাতে কোটি টাকার ক্ষতিলংগদুতে জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট বিষয়ক জনসচেতনতা সভা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাজস্থলীর বাঙ্গালহালিয়াতে উক্য চিং মারমার সৎকার সম্পন্ন

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া খ্যংদং পাড়ায় স্থানীয় শ্মশানে উক্যচিং মারমার সৎকার সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে উক্য চিংদের বাড়িতে ছুটে এসেছেন তাদের আত্মীয়-স্বজন, প্রতিবেশি, এলাকার পাহাড়ি-বাঙালি সবশ্রেণী পেশার মানুষ।

পরিবার পরিজন, আত্মীয় স্বজন ছাড়াও স্থানীয় জনপ্রতিধি, পাড়াপ্রধান, মসজিদের ইমাম, উক্য চিংয়ের সহপাঠ, শিক্ষকসহ বিভিন্ন ম্রেণি পেশার মানুষ উক্য চিং মারমার সৎকার উপলক্ষে তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। এখানে তাদের ধর্মীয় সকল নিয়মাচার পরিপালন শেষে স্থানীয় শ্মশানে হাদক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

উক্য চিং মারমার আগের স্কুল বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগওে শিক্ষক শারমিন আক্তার এ প্রতিনিধিকে বলেন, ‘উক্য চিং মারমা আমার প্রিয় ছাত্রদের একজন ছিল। অত্যন্ত মেধাবী এই শিক্ষার্থী জীবনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখত।

উক্য চিং মারমারকে দেখতে এসেছেন বাঙ্গালহালিয়া বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফারুক আহমেদ। তিনি বলেন, উক্য চিং মারমা খুবই শান্ত প্রকৃতির মেধাবী একটি ছেলে। আমরা সর্বদাই তার কথা ও আচার-আচরণে মুগ্ধ ছিলাম। আল্লাহর কাছে আমি তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারের সবার প্রতি সমবেদনা জানাই।

উল্লেখ্য, সোমবার বেলা ১টায় ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ভবনে বিমান বাহিনী একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ হয়ে বহু হতাহতের ঘটনা ঘটে। সেখানেই স্কুলে অবস্থান করছিলো ৭ম শ্রেণির ছাত্র রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার ছেলে উক্য চিং মারমা। দুর্ঘটনায় মারাত্মক আহত হয়ে শিশুটি ঢাকা জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।