নিহত ছাত্র উক্যাচিং মারমার পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
রাজধানী ঢাকার উত্তরায় বিমান বিদ্ধস্তের ঘটনায় মাইল স্টোন স্কুল এন্ড কলেজের ৭ম শ্রেণীর শিক্ষার্থী উক্যাচিং মারমা এর পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৪জুলাই) সকাল ১১ টায় তারেক রহমানের পক্ষ থেকে নিহত শিক্ষার্থী উক্যাচিং মারমা এর পরিবারের সঙ্গে দেখা করতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কলেজ পাড়ার আসেন কেন্দ্রয় সহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
তার বাড়িতে যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক মোর্সেদ আলম, এসময় রাঙ্গামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু নাছের, যুগ্ন আহবায়ক বেলাল হোসেন সাকু, রাজস্থলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিনহাজ ইসলাম খোকন, সদস্য সচিব সিরাজুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহবায়ক মহিউদ্দিন সহ সকল স্বেচ্ছাসেবক দলের,কাপ্তাই কাউখালী রাজস্থলী উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ডের স্বেচ্ছা সেবক দলের নেতা কর্মী উপস্থিত ছিলেন। সকল নেতাকর্মীরা যখন নিহত উক্যাচিং এর বাড়ীতে যান তখন এক হৃদয়বিদারক দৃশ্য ও কান্নায় সকলের মাঝে একটি হতাশা দেখা যায়।
এর আগে নিহত উক্যাচিং এর বাবা’কে তারেক রহমানের নির্দেশে ভিডিও কলের মাধ্যমে বিএনপির মহা সচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর ও স্বেচ্ছা সেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী শোকাহত পরিবারকে সমবেদনা ও শোক সইবার শান্তনা দেন। এসময় নিহত উক্যাচিং এর পরিবারকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সার্বিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়।