[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
থানচিতে বংয়ক হেডম্যান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনচন্দ্রঘোনায় ধ্রব সংস্কৃতি পরিষদের বিজয়ীদের মাঝে সনদ বিতরণহুন্ডা আর গুন্ডা ভাড়া করে নির্বাচন ঠান্ডা করার চিন্তা বাদ দেন: অ্যাড. মোখতারমাইনীমুখ ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি- হাসেম, সম্পাদক- আলাউদ্দিনকাপ্তাই-এ ২২৭জন কার্ডধারীদের মাঝে চাল বিতরণ১৭২ কোটি টাকায় লামায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ শুরুরাঙ্গামাটির রাজস্থলীতে দুস্থদের মাঝে ভিজিডি চাল বিতরণলক্ষ্মীছড়িতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনজাতীয়তাবাদী দল বিএনপি একটি গণমানুষের দল: আবু তালেবধানের শীর্ষে ভোট দিয়ে বিএনপিকে শক্তিশালী করতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় রাঙ্গামাটির উক্য চিং মারমাও মারা গেল

॥ মোহাম্মদ আলী ॥
বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দূর্ঘনায় রাজধানী ঢাকার উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের ওপর বিধ্বস্ত হলে এতে সংঘঠিত অগিকান্ডের দগ্ধ রাঙ্গামাটির মেধাবি ছাত্র উক্য চিং মারমার (১৪) মত্যুর সঙ্গে কয়েক ঘন্টা পাঞ্জা লড়ে অবশেষে মারা গেছে। তাকে সোমবার (২১জুলাই) আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ণ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঐ দিনই রাত আড়াইটার সময় চিকিৎসাধীন অবস্থায় সেই মারা যায়। তার মৃত্যুর খবরে রাঙ্গামাটিতে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর সংবাদে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় নিজ বাড়ি বাঙ্গালহালিয়ার কলেজ পাড়ায় যেন শোকের মাতম। স্থানীয় সুত্রগুলো জানায় উসাইমং মারমা ছেলে উক্য চিং মারমা উত্তরাস্থ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এর সপ্তম শ্রেণির ছাত্র ছিল। তার বাবাও রাজস্থলী উপজাতীয় আবাসিক স্কুলের একন কৃষি বিষয়ক শিক্ষক। তার এ অনাখাঙ্কিত মৃত্যুতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দরা শোক জানিয়েছেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডাঃ মোঃ আতিউর রহমান নিহত ছাত্রের পরিবার ও বাবা-মার প্রতি সমবেদনা জানিয়েছেন। সেই সাথে আহতদের দ্রুত সুস্থতাও কামনা করেছেন।

উক্যচিং মারমার মাসি (খালা) মিলি মারমা ও চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ তার মারা যাওয়ার খবর নিশ্চিত করেছেন। মঙ্গলবার (২২জুলাই) বিকাল পর্যন্ত তার মরদেহ রাজস্থলীতে আনা হয়নি বলে পুলিশ জানায়।