দীঘিনালায় নবাগত ইউএনও শান্তি ও উন্নয়নে সবার সহযোগীতা চাইলেন
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় নবাগত ইউএনও মুহাম্মদ ইনামুল হাছানকে পরিচিতি সভার মধ্যদিয়ে বরণ করে নেয়া হয়েছে। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দরা এ পরিচিতি সভায় উপস্থিত ছিলেন।
মঙ্গলবার (২২জুলাই) দুপুরের দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে সেমিনার কক্ষে সভার মাধ্যমে ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তাগণ। দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম বদিউজ্জামান জীবন এর সঞ্চালনায় পরে সকল দপ্তরের কর্মকর্তারা পরিচিতি হন। সভায় বক্তব্য রাখেন, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর হক, দীঘিনালা রিসোর্স সেন্টারের মাস্টার নেইনার মোঃ মাইন উদ্দিন, দীঘিনালা স্বাস্থ কমপ্লেক্স প্রতিনিধি ডা. নিউটন চাকমা, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাইফ উদ্দিন বিপ্লব, সাংবাদিক মোঃ আক্তার হোসেন ও মোঃ সোহানুর রহমান প্রমূখ।
পরিচিতি সভায় নবাগত ইউএনও মুহাম্মদ ইসামুল হাছান বলেন, সকল দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, রাজনৈকি ও সামাজিক সংগঠনের সকলের সহযোগীতায় দীঘিনালা উপজেলার উন্নয়নে কাজ করব। শান্তি ও সৃঙ্খলা বজায় রেখে প্রত্যেক নাগরিক প্রশাসনের কাজে সহযোগীতা করার আহ্বান জানান নবাগত ইউএনও।