দীঘিনালায় কৃত্তি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বিভাগের পুরস্কার বিতরণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালা পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এর মাধ্যমে কৃত্তি শিক্ষার্থীর মাঝ পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২২জুলাই) সকাল ১০ টায় দীঘিনালা উপজেলা শিক্ষা অফিস ও খাগড়াছড়ি জেলা শিক্ষা অফিসের যৌর্থ আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস্ স্কিম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগে পরিসংখ্যানবিদ সহকারী অধ্যাপক সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোপ্রামার মোঃ ওয়াহিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, দীঘিনালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান ভূইয়া, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া, দীঘিনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ চন্দ্র দাশ। এছাড়াও বক্তব্য রাখেন, দীঘিনালা রিসোর্স সেন্টার এর ট্রেইনার মোঃ মাইন উদ্দিন, কৃত্তি শিক্ষার্থী মোছা: নুসরাত জাহান ও অভিভাবক মোছা: আসমা বেগম
আলোচনা সভাশেষে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মোছা: নুসরাত জাহান ও মোঃ রাকিবুল ইসলামকে শিক্ষা বৃত্তি, ক্রেস্ট সহ সনদ প্রদান করেন অতিথিবৃন্দ। দীঘিনালা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ একেএম বদিউজ্জামাল জীবন অনুষ্ঠান সঞ্চালনা করেন।