পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলাম
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
পাহাড়ের টেকসই উন্নয়নে বসবাসরত সকল জনগোষ্ঠীর মধ্যে ঐক্য ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২১জুলাই) দুপুর ৩টায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’-র অংশ হিসেবে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরের মুক্তমঞ্চে আয়োজিত এক পথসভায় তিনি এই মন্তব্য করেন।
পথসভায় সভাপতিত্ব করেন সারজিস আলম এবং বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি ও খাগড়াছড়ি জেলা সমন্বয়ক মনজিলা ঝুমা।
নাহিদ ইসলাম বলেন, পাহাড়ে বসবাসরত বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে এখনো নানা দ্বন্দ্ব রয়ে গেছে। অথচ অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ই বঞ্চিত। এ অবস্থায় উন্নয়ন ঘটাতে চাইলে ঐক্য ও সম্প্রীতির কোনো বিকল্প নেই। সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে উন্নয়ন নিশ্চিত করা গেলে সকল সম্প্রদায়ই উপকৃত হবে। তিনি আরও বলেন, আমরা বহু ভাষা ও বহু সংস্কৃতির অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে চাই, যেখানে সকল জাতিগোষ্ঠী সমান সুযোগ ও মর্যাদা পাবে। সমাবেশে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানান উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
এর আগে দুপুর আড়াইটার দিকে খাগড়াছড়িতে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শহরের মহাজনপাড়া এলাকা থেকে শুরু হয়ে পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে এসে শেষ হয়। সমাবেশ শেষে মাইলস্টোন কলেজের বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দোয়া পরিচালনা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য মুফতি ইনজামুল হক।