[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
পাহাড়ের উন্নয়নে ঐক্য ও সম্প্রীতির বিকল্প নেই: খাগড়াছড়িতে নাহিদ ইসলামদীঘিনালায় নদীর গর্ভে বিলিন রাস্তা সাঁকো দিয়ে চলাচলখাগড়াছড়িতে কিশোরী ধর্ষণের প্রতিবাদে দীঘিনালায় মানববন্ধনশিক্ষার্থীরা পড়ালেখায় ফাঁকি দেয়ার অন্যতম কারণ ফেসবুক, ইউটিউব ও ইন্টারনেটথানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থীরাঙ্গামাটির রাজস্থলীতে কৃষকদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিতখাগড়াছড়ির রামগড় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ফলজ চারা বিতরণরাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল৭২এর মুজিববাদী সংবিধানে সকল জাতিগোষ্ঠীকে অন্তর্ভুক্ত করা হয়নি: নাহিদ ইসলামকাপ্তাইয়ে ভোক্তা অধিকার এর অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
[/vc_column_text][/vc_column][/vc_row]

থানচিতে আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটল, ঝুঁকিতে ৭০জন শিক্ষার্থী

॥ চিংথোয়াই অং মার্মা, থানচি ॥
বান্দরবানের থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলায় বিশিষ্ট আবাসিক ছাত্রাবাস ভবনের দেয়াল ও ছাদের প্লাস্টার খসে পড়ছে। সেখানেই থাকেন ৭০ জন কোমলমতি শিক্ষার্থী। যাদের মাথার ওপর ছাদ, কিন্তু সেই ছাদেই এখন বিপজ্জনক ফাটল। ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখা দেওয়ায় প্রাণভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন শিক্ষার্থীরা।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অর্থায়নে ২০১০-১১ অর্থবছরে ২২ কোটি টাকা ব্যয়ে আবাসিক ভবনের নির্মাণকাজ শুরু হয়। পরে ২০১২ সালের ২২ এপ্রিল শিক্ষার্থীদের থাকার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছিল। এরপরে ২০১৪ সাল থেকে শিক্ষার্থীদের অভিভাবকদের কাছ থেকে বাৎসরিক ৩০% এবং পার্বত্য জেলা পরিষদ থেকে ৭০% টাকার দিয়ে এ আবাসিক ছাত্রবাসভবনটি পরিচালিত হয়ে আসছে।

দেখা যায়, থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন তলায় আবাসিক ছাত্রাবাস ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরেছে। বৃষ্টি হলেই ছাদ থেকে পানি ছুঁয়ে পড়ে একটি কোন কোন কক্ষে থাকার অনুপযোগী হয়ে পড়েছে। এসব নিয়ে শিক্ষার্থীরা আতঙ্কে দিন কাটছেন। ভবনের বেশ কিছু অংশে ফাটল ধরায় তার দ্রুত সংস্কার করার দাবি জানিয়ে ছাত্ররা। এছাড়ার ৭০জন শিক্ষার্থীদের দেখভাল সহ নিরাপত্তর জন্য ১জন কেয়ার স্টাফ, ১জন হেড বাবুর্চিসহ নাইট গার্ড নিয়োগ অন্তত্য জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সম্প্রতি সরেজমিনে ঘুরে দেখা যায়, থানচি উপজেলা পরিষদ ভবনের পাশেই অবস্থিত থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আবাসিক এ ছাত্রাবাস। ভবনের প্রথম ও তৃতীয় তলায় দেয়ালসহ বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে।

আবাসিক ছাত্রাবাসের শিক্ষার্থীরা বলেছেন, ভবনের প্রথম তলায় ডাইনিং রুম, স্টাডি রুমসহ তৃতীয় তলায় চারদিক অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। বৃষ্টি দিন হলে তো ছাদ থেকে অনবরত পানি ছুঁয়ে পরছে, তার মধ্যে একটি কক্ষ বসবাসের একদমই অনুপযোগী হয়ে পড়েছে। বর্তমানে আমরা ভয়ে-আতঙ্কে দিন-রাত কাটাচ্ছি।

থানচি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক ক্যসাচিং মারমা বলেন, ভবনে ফাটলের কারণে ছাদ থেকে বৃষ্টি পড়ে একটি রুম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ভবনের বিভিন্ন স্থানের ফাটল সহ রঙ খসে পড়ার বিষয়ে জেলা ও উপজেলা শিক্ষা অফিসার এবং প্রশাসনিক কর্মকর্তাদের লিখিতসহ মৌখিকভাবেও জানানো হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মোঃ আবু হানিফের সাথে মুঠোফোনে যোগাযোগ করার হলে তিনি জানান, আবাসিক ছাত্রাবাস ভবনের ছাদে ফাটলের ব্যাপারে অবগত আছেন। অলরেডি প্রাকল্লন করে ঢাকায় প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। অফিস আদেশ সহ বরাদ্দ পেলেই দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করার হবে।