রাঙ্গামাটির কাপ্তাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলিত করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার (২০জুলাই) সকাল ১০টায় কাপ্তাই উপজেলা বিএনপি সহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
বড়ইছড়ি কেন্দ্রীয় শহীদ মিনার হতে বিক্ষোভ মিছিল বের হয়ে বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। কাপ্তাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাফর আহমেদ স্বপন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সহ-সভাপতি ডাঃ রহমত উল্লাহ, কাপ্তাই উপজেলা বিএনপির সহ সভাপতি একরামুল হক, সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই বিদ্যুৎ শ্রমিক দলের সাধারণ সম্পাদক বেলায়েত হোসেনসহ প্রমুখ নেতৃবৃন্দরা বক্ত্য রাখেন। উপজেলা যুবদলের সদস্য সচিব ইব্রাহিম হাবিব মিলুর সঞ্চালনা করেন।
নেতৃবন্দরা বলেন, আমরা লক্ষ্য করছি যে, জাতয়িতাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নব্য এবং ফ্যাসিস্ট নেতারা কুরুচীপূর্ন বক্তব্য দিচ্ছে। দেশের জনগনের কাছে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। এছাড়াও প্রতিহিংসা পরায়ন হয়ে দলের প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি পদদলীত করছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এসব অপকর্ম করছে তাদের কোন ছাড় দেওয়া হবে না।