[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্তরাঙ্গামাটির রাজস্থলী-বাঙ্গালহালিয়া সড়কে ঝুঁকিপূর্ণ বাঁকগুলো যেন মরণফাঁদআলীকদমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও অর্থ প্রদানরাঙ্গামাটির রাজস্থলীতে ওয়ারেন্ট ভুক্ত ১ আসামী গ্রেফতারজুলাই শহীদদের স্মরণে রাজস্থলীতে বিএনপির মৌন মিছিললংগদুতে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে সংবর্ধনাজুলাই আহত যোদ্ধাদের সংবর্ধনা দিলো কাপ্তাই জামায়াতে ইসলামীবাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণরামগড় ৪৩বিজিবির ব্যবস্থাপনায় মাসিক নিরাপত্তা ও সমন্বয় সভাবান্দরবানের লামায় ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার ৭ দিন পর
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় লোকালয়ে উদ্ধার লজ্জাবতী বানর, মাতামুহুরী রিজার্ভে অবমুক্ত

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় লোকালয় থেকে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) বিকেলে লামা উপজেলার সদর ইউনিয়নের ২নং ওয়ার্ড মেরাখোলা মুসলিম পাড়া আব্দুল মোমিনের বাড়ি থেকে লজ্জাবতী বানরটি উদ্ধার করা হয়।

উদ্ধারকাজে নেতৃত্ব দেন, লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন। এসময় সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম, বন কর্মচারী আব্দুল করিম সহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম. আলতাফ হোসেন বলেন, সাংবাদিক মোহাম্মদ রফিকুল ইসলাম এর সংবাদের ভিত্তিতে মেরাখোলা মুসলিম পাড়া থেকে শুক্রবার বিকেলে বিপন্ন প্রজাতির একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়। আগের দিন রাতে ওই এলাকার আব্দুল মোমিন নামে এক ব্যক্তির বাড়িতে বানরটি আসলে তারা আটক করে বাড়ির আঙ্গিনায় বেঁধে রাখে। খবর পেয়ে লামা বন বিভাগের কর্মকর্তারা বানরটি উদ্ধার করে।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, বনজঙ্গল ও গাছপালা উজাড় হওয়ার কারণে খাদ্যের সন্ধানে লজ্জাবতী বানর লোকালয়ে এসে স্থানীয়দের হাতে প্রাণ হারাচ্ছে। এসব বন্যপ্রাণীকে রক্ষায় করতে হলে পরিবেশ রক্ষার পাশাপাশি স্থানীয়দেরও সচেতন করতে হবে। গত এপ্রিল মাসে লামার রূপসীপাড়া ইউনিয়নের শিলেরতুয়া এলাকা থেকে আরেকটি লজ্জাবতী বানর উদ্ধার করে ওই এলাকার গভীর জঙ্গলে ছেড়ে দেয়া হয়।

লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উদ্ধার হওয়া বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানরটি আমাদের হেফাজতে আছে। সুবিধাজনক সময়ে মাতামুহুরী রিজার্ভে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হবে।