লংগদুতে নবাগত ইউএনও জাহাঙ্গীর হোসাইনকে সংবর্ধনা
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটবর লংগদুতে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইনকে বরণ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৭জুলাই) সন্ধ্যা ৭ টায় লংগদু উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর বরণ ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদের বদলী জনিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
লংগদু উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবিএস মামুন এর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন লংগদু উপজেলা প্রেসক্লাব উপদেষ্ঠা এখলাছ মিঞা খান।
অনুষ্ঠানে সংর্বধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর হোসাইন, এবং বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লংগদু থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ শামসুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন চাকমা, এসময় স্থানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ ও প্রেসক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। শেষে সংর্বধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।