[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম মন্দির পরিচালনায় গঠিত কমিটি ১১মাসের মাথায় বিলুপ্তরাঙ্গামাটিতে মেধা ও যোগ্যতায় পুলিশে চাকরি পেল ৮ জনরাঙ্গামাটিতে কলা গাছের তন্তু দিয়ে স্যানিটারি ন্যাপকিন ও মাশরুম উদ্ভাবনকাপ্তাই উপজেলা তাঁতীদলের ৩১সদস্যের নতুন কমিটিলংগদুতে বিজিবি জোনের উদ্যোগে যুবক-যুবতীদের প্রশিক্ষন সনদ প্রদানআগর বাগান উপকারভোগীদের সাথে কাপ্তাই বন বিভাগের সভাখাগড়াছড়ির দীঘিনালা থানায় ওপেন হাউজ ডে সভা অনুষ্ঠিতকাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে নবনন্দন সঙ্গীতালয়ের নজরুলসঙ্গীত সন্ধ্যাবিএনপি নেতাকর্মীদের মনোবল ভেঙে দেওয়ার জন্য অপপ্রচার চালাচ্ছেরাঙ্গামাটির কাপ্তাই উপজেলা বিএনপি নেতা বটন মল্লিক বহিষ্কার
[/vc_column_text][/vc_column][/vc_row]

জুলাই শহীদদের স্মরণে রাজস্থলীতে বিএনপির মৌন মিছিল

॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৮জুলাই) সকাল ১০ টায় বিএনপির অস্থায়ী কার্যলয় হতে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মৌন মিছিল কার্যলয়ে এসে শেষ হয়। এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।

মিছিলে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, সিনিয়র সহ সভাপতি ছকির আহম্মদ, যুগ্ন সম্পাদক এমদাদুল হক মিলন, যুগ্ন সম্পাদক রফিক আহম্মদ, সহ সভাপতি সিদ্দিক মোল্লা, যুবদলের সদস্য সচিব উজ্বল কান্তি তঞ্চঙ্গ্যা, উপজেলা বিএনপির তথ্য ও প্রচার সম্পাদক ডালিম বড়ুয়া, জেলা বিএনপির সদস্য মেসাচিং মারমা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সিরাজুল ইসলাম, কৃষক দলের সভাপতি বিষু সাহা, সাধারণ সম্পাদক সুমন খান,গাইন্দ্যা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম মেম্বার, মহিলা দলের সভানেত্রী প্রেমা তালুকদার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক লাকি মারমা,শিল্পি আকতার সহ বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা নিজ নিজ ব্যানারসহ মিছিলে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা। তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই সারা দেশে বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হবে। শেষে শহিদদের স্বরণে মোনাজাত করা হয়।