[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের লামায় শহীদ জুলাই দিবস পালিত

॥ মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা ॥
যথাযোগ্য মর্যাদায় বুধবার (১৬ জুলাই) লামা উপজেলা পরিষদ মিলনায়তনে “জুলাই শহীদ দিবস” স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লামা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। আলোচনা সভার শুরুতে জুলাই শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সভায় উপস্থিত বক্তারা শহীদদের আত্মত্যাগের মহিমা তুলে ধরেন এবং তাঁদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগ জাতি গঠনে অনুপ্রেরণা যোগায় এবং দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

এসময় লামা উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বক্তারা শহীদদের আদর্শ বুকে ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

ইউএনও মোঃ মঈন উদ্দিন তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

লামা তথ্য অফিসের উদ্যোগে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ কর্মসূচি অনুযায়ী ‘জুলাই বিপ্লবের’ প্রামাণ্যচিত্র/চলচ্চিত্র “জুলাই আন্দোলনে বীর চট্টলা” ও “জুলাই অনির্বাণ” প্রদর্শিত হয়। একই প্রামাণ্যচিত্র দুটি সরকারি মাতামুহুরি কলেজেও প্রদর্শন করা হয়।

এছাড়াও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেরিত ‘জুলাই আন্দোলনে আপনার অনুভূতি’ সম্বলিত পোস্টকার্ড বিতরণ করে লিখিত অনুভূতি সংগ্রহ করা হয়। লামা ও আলীকদম উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে ও জনবহুল স্থানে আগামী ৩৬ জুলাই পর্যন্ত এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক।