কাপ্তাইয়ে ২৪এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
জুলাই ২৪এর রঙে গণঅভ্যুত্থান বর্ষপূর্তি পালন করা হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে। মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে চব্বিশ এর রঙে গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক প্রতিযোগী এতে অংশ গ্রহণ করে। জুলাইয়ে, ঘটনাবলী নিয়ে শিক্ষার্থীরা রঙ তুলির মাধ্যমে দেয়ালে ঘটনাবলী চিত্র আকারে ফুটে তোলো। গ্রাফিতি ও চিত্রাংকন প্রতিযোগিতায় ক বিভাগে কাপ্তাই উচ্চ বিদ্যালয় এবং খ বিভাগে কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হন।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, পরিসংখ্যান অফিসার ফজলে রাব্বি, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন, বিএন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ এম জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, বড়ইছড়ি কর্ণফুলি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।