লংগদুতে জুলাই শহীদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা
॥ লংগদু উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির লংগদুতে জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬জুলাই) সকাল ১০ টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসাইন এর সভাপতিত্বে উক্ত আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদের সঞ্চালনায় এতে জুলাই যোদ্ধারাসহ আরো উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা আমীর মাওলানা নাছির উদ্দিন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল কলেজ এর শিক্ষক-শিক্ষার্থী।
এসময় বক্তারা বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে। তাদের মধ্যে আবু সাঈদ ও মুগ্ধসহ প্রায় আড়াই হাজার প্রানের বিনিময় একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ পেয়েছি। যারা শহীদ হয়েছেন সবার প্রতি শ্রদ্ধা ও সালাম জানাই। শেষে জুলাই গনঅভ্যুত্থানে নিহত আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।