পানছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
“জুলাই শহিদ দিবস” উপলক্ষ্যে খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
পানছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা নাসরিন এর সভাপতিত্বে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অনুতোষ চাকমা, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম খলিল, থানা প্রতিনিধি এসআই সদানন্দ বৈদ্য এবং পানছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ এম এ বাসার সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, “জুলাই শহিদ দিবস” শুধু একটি স্মরণ দিবস নয়, এটি জাতির আত্মত্যাগের অনন্য উদাহরণ। এই দিনে যারা শহিদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং তাদের লক্ষ্য ও আদর্শকে সামনে রেখে একটি সমৃদ্ধ, স্বপ্নময় রাষ্ট্র গঠনের আহ্বান জানাই।
আলোচনায় বক্তারা আরও উল্লেখ করেন, শহিদদের আত্মত্যাগ যেন রাষ্ট্রের সর্বক্ষেত্রে সম্মানের সাথে স্মরণ রাখা হয় এবং তাদের চিন্তা-চেতনা বাস্তবায়নে সকলকে সচেষ্ট থাকতে হবে।