দীঘিনালায় স্কুল শিক্ষার্থীদের মাঝে ৯শত চারা বিতরণ করা হবে
॥ দীঘিনালা উপজেলা প্রতিনিধি ॥
খাগড়াছড়ি দীঘিনালায় কৃষি সম্প্রসারন অধিদপ্তরের পক্ষ থেকে ২০২৪-২০২৫অর্থ বছরে কৃষি পুর্নবাসন সহায়তা খাত হতে কৃষি প্রনোদনা কর্মসূচী আওতায় স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে দেশী জাতের নিম, বেল, জাম, কাঁঠাল চারা বিতরন করা হয়েছে। বুধবার (১৬জুলাই) সকাল ১১টায় দীঘিনালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসব চারা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় সংগীত সমাবেশ শেষে শিক্ষার্থীর মাঝে বিভিন্ন ফলজ ও বনজ চারা বিতরণ উদ্বোধন করেন দীঘিনালা উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, কৃষি উপসহকারী সুপন চাকমা, দীঘিনালা প্রেসক্লাব সভাপতি মোঃ আলামিন, সিনিয়ন সাংবাদিক মোঃ সোহেল রানা, উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা পরেশ চাকমা প্রমূখ।
এসময় কৃষি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন বলেন, দীঘিনালা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয় সংগীত পরিবেশন শেষে কৃষি প্রনোদনা আওতায় উপজেলা স্কুল শিক্ষার্থীরদের মাঝ চারাটি করে চারা বিতরণ করা হয়েছে। শিক্ষার্থীদের গাছের উপকার ও পরিচর্চা সম্পর্কে ধারনাও দেয়া হয়। গাছ আমাদের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিসীম। স্কুল শিক্ষার্থীর মাধ্যমে সচেতনতা সৃষ্টি মাধ্যমে সকলে সচেতন হবে গাছ লাগাবে এবং পরিচর্যা করবে। উপজেলার বিভিন্ন স্কুলের ৯শত শিক্ষার্থীদের মাঝে এই চারা বিতরণ করা হবে।