রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথম
॥ মোহাম্মদ আলী ॥
রাঙ্গমাটিতে ম্যালেরিয়া জ¦রে আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীও মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থী বন্দুকভাঙা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী সুদীপ্তা চাকমা (১১)। তার বাড়ি রাঙ্গামাটি শহরের নিকটবর্তী বন্দুকভাঙা ইউনিয়নের লেখ্যুংছড়া গ্রামে। শনিবার (১২জুলাই) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করার পরই তার মৃত্যু হয় বলে জানা গেছে।
একিবিাসী সূত্রে জানা গেছে, সুদীপ্তা চাকমা গত এক সপ্তাহ ধরে অসুস্থ ছিল। ম্যালেরিয়া পরীক্ষা না করে চিকিৎসা দেওয়া হয়। পরে স্থানীয় এক এনজিও কর্মীর মাধ্যমে রক্ত পরীক্ষা করানো হয়। এতে ম্যালেরিয়া ধরা পড়ে। শনিবার সকালে ওই শিক্ষার্থীর অবস্থার অবনতি হলে রাঙ্গামাটি জেনারেলে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে তার মৃত্যু হয়।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক মোঃ শওকত আকবর খান বলেন, আমরা মেয়েটির অবস্থা দেখে জরুরি ভর্তি করে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। কিন্তু একেবাওে শেষ মুহুর্তে নিয়ে আসা হয়েছে। ভর্তি করে চিকিৎসা দেওয়ার আগেই মারা যায়। রাঙ্গামাটিতে চলতি বছর এটি প্রথম ম্যালেরিয়ায় কোন রোগী মারা গেল। ২০১৬ সাল থেকে রাঙ্গামাটিতে ম্যালেরিয়া শূন্যের কোটায় নিয়ে আসা হয়ছিল। দীর্ঘ ৯ বছর পর ম্যালেরিয়ায় দেখা দিয়েছে এবং একজন মারা গেছে।
এবিষয়ে রাঙ্গামাটি সিভিল সার্জন ঘটনার কথা স্বীকার করেছেন। রোগিটি হাপাতালে আনার পর চিকিৎসা দেওয়ার পূর্বে মারা গেছে বলে জানান।