বান্দরবানে রাতের অন্ধকারে জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবান পৌর এলাকায় রাতের অন্ধকারে বিএনপি’র অংগসংগঠন জিয়া স্মৃতি সংসদ এর অফিস ভাঙচুর চালিয়েছে দূর্বত্তরা। এঘটনায় বিএনপি নেতাদের অভিযোগের তীর ছুড়ছেন আ.লীগ সংগঠনের বিরুদ্ধে। সোমবার (১৪জুলাই) ভোর রাতে আর্মি পাড়া ৭নং ওয়ার্ডের বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনা ঘটে।
এসময় অফিসের আসবাবপত্র, টিভি, জানালার কাচ ভেঙে ফেলার পাশাপাশি বিভিন্ন জিনিস নষ্ট করে দুর্বৃত্তরা। তবে কারা এই ঘটনা ঘটিয়েছে এখনো তা জানা না গেলেও বিএনপি নেতৃবৃন্দরা এই ঘটনায় আওয়ামীলীগের নেতাকর্মীদের দিকেই অভিযোগ করছে।
এদিকে ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী ও দলের নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনার জড়িতদের আইনের আওতায় আনা পাশাপাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি দলের নেতাকর্মীরা।
জেলা বিএনপি সদস্য ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সাদিকুর রহমান জুয়েল ও শামীম হোসেন জানান, আওয়ামীলীগের নেতাকর্মীরা গভীর রাতে এসে অফিসটিতে হামলা চালিয়েছে। এঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। নয়ত আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ডাক দেয়া হবে।
বান্দরবানের পুলিশ সুপার মোঃ শহীদুল্লাহ কাওছার জানান, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং এই বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে। যারাই জড়িত থাকুক খ*ুজে বের করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।