[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গমাটিতে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু, নয় বছর পর এটিই প্রথমরাজস্থলীতে ম্যালেরিয়ার প্রকোপ বাড়লেও পরিস্থিতি নিয়ন্ত্রণে, জ্বর ও পেট ব্যথার রোগী বেশীবান্দবানের থানচিতে ক্যান্সার আক্রান্ত মা’কে বাঁচাতে ছেলের প্রানান্ত চেষ্টা, প্রয়োজন ২ লক্ষ টাকাবান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্স ল্যান্ডে এবার যুবকের পা বিছিন্নরিজার্ভ বাজার ক্রিকেট ক্লাবের নতুন কমিটিঃ সভাপতি ফারুক, সম্পাদক আহাদপাহাড়ী দাদুর দুরবীণ হইতে মাননীয় প্রধান উপুদিষ্টা ড.মু. ইনুস দাদু’র নিকট খোলা চিঠি-০৩কথা হইলো পাহাড় নষ্টের ডিরেক্টরগোর পান্ডুলিপি হয় টানিয়া ছিঁড়িতে হইবে নয় কেঁচি মারিতে হইবে, চিন্তায় আছি…পার্বত্য চট্টগ্রামে ম্যালেরিয়াকে না বলতে আগাম প্রস্তুতি নিতে হবেবাংলাদেশ তঞ্চঙ্গ্যা এস্টুডেন্টস ওয়েলফেয়ার ফোরাম এর সভাপতি সোহেল, সম্পাদক রিতা তঞ্চঙ্গ্যাঁবান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনি
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে নোম্যান্স ল্যান্ডে এবার যুবকের পা বিছিন্ন

॥ আকাশ মার্মা মংসিং ॥
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণের মোঃ হোসেন (৩৩) নামে যুবকের পা বিছিন্ন হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায় স্থানীয় বাসিন্দারা। রবিবার (১৩জুলাই) দুপুরে ঘুমধুমের নিকুছড়ি সীমান্তে ৪১ ও ৪২ নং পিলারে মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে এই বিষ্ফোরণ ঘটেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মত জীবন সংগ্রাম ত্যাগীদের সীমান্তের বাঁশ সংগ্রহ করতে গিয়েছিলেন। এসময় সীমান্তের ৪১ ও ৪২ নং পিলারের মাঝামাঝি নোম্যান্স ল্যান্ডে বাঁশ কাটতে গিয়ে আরাকার আর্মির পুতেঁ রাখা স্থল মাইনে বাম পা বিচ্ছিন্ন হয়ে যায়। আহতের মামা জসিম উদ্দিন জানান, বাঁশ কাটতে গিয়েই আকস্মিক বিস্ফোরণ ঘটে। সেসময় হোসেনের বাঁ পা উড়ে যায়। আমরা ঘটনাস্থল থেকে দ্রুত উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত মোঃ হোসেন (৩৩), সে কক্সবাজার উখিয়া এলাকার বাসিন্দা বাঁচা মিয়ার ছেলে।

প্রশাসন সূত্র বলছে, গত এক মাসে বান্দরবানে নাইক্ষ্যংছড়ি বিভিন্ন সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরনে মাদক, ও চোরাকারবারি ব্যবসায়ী সহ অন্তত ৯ জনের পা বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। ফলে সীমান্ত এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে সীমান্ত এলাকায় নিয়মিত বিজিবি’র টহল ও সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণ জরুরি করার দাবি সীমান্তের বাসিন্দাদের।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, স্থল মাইন বিষ্ফোরণে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে আহত হয়েছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পার্শ্ববর্তী কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়েছে।