বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন দায়িত্বে মাবুদ, আনোয়ার ও মহিউদ্দিন
॥ বাঘাইছড়ি উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সংবাদকর্মীদের একমাত্র সংগঠন বাঘাইছড়ি প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কমিটি গঠন করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) রাতে প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এক সাধারণ সভার মধ্য দিয়ে কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে আব্দুল মাবুদ, সাধারণ সম্পাদক হিসেবে আনোয়ার হোসেন ও কোষাধ্যক্ষ হিসেবে মহিউদ্দিন কে দায়িত্ব প্রদান করা হয়।
এতে (আট) সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন, মোঃ তোফাজ্জল হোসেন, সহ সভাপতি, মোঃ ইব্রাহীম, সহ সাধারণ সম্পাদক, মোঃ মহিউদ্দিন, কোষাধ্যক্ষ এবং সদস্য ওমর ফারুক সুমন, মাহমুদুল হাসান সোহাগ ও ইমরান হোসেন জুমান।
এসময় সাংবাদিকরা বলেন, রাষ্ট্র এবং জনকল্যানে সাংবাদিকতা ও সাংবাদিকদের অবস্থান হবে নিরপেক্ষ। আমরা সকলেই সেই গুরু দায়িত্ব পালন করবো বস্তুনিষ্ট সাংবাদিকতার মাধ্যমে। নবগঠিত কমিটির সাংবাদিকবৃন্দ সকলের সহযোগীতা কামনা করেন।