[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটি জেলা বিএনপি সাংগঠনিকভাবে সুশৃঙ্খল, নির্বাচনে বিজয় আমাদের ঘরে দেবেখাগড়াছড়ির রামগড়ে ৪৩ বিজিবি’র মানবিক সহায়তা প্রদানআবার আসছে বিটিভির নতুন কুঁড়িরাঙ্গামাটির লংগদুতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতরামগড়ে পাহাড় কাটায় ভ্রাম্যমান আদালতে এক ব্যক্তিকে জরিমানাবিএফআইডিসি এলপিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে মা ও মেয়ে খুনে জড়িত নাতি সাইফুল গ্রেফতারখাগড়াছড়িতে জেলা প্রশাসকের সঙ্গে সনাকের অধিপরামর্শ সভা অনুষ্ঠিতশিক্ষাসেবার মনোন্নয়নে সনাক কর্তৃক বিদ্যালয়ে এসিজি কমিটি গঠনরাঙ্গামাটির রাজস্থলীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় উদ্ধার করা ময়না ও টিয়া পাখি বনে অবমুক্ত

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি দীঘিনালায় রাতে অবৈধ ভাবে প্রাচারকালে আটককৃত ৩টি ময়না ও ১টি টিয়া পাখি উদ্ধার করে হাজাছড়ি বন বিভাগ। রবিবার (১৩জুলাই) রাতে এসব পাখি উদ্ধার করা হয় বলে বন বিভাগ সুত্র জানিয়েছে।

হাজাছড়ি রেঞ্জ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন জানান, রবিবার রাতে দীঘিনালা মেরুং ইউনিয়ন এর চংড়াছড়ি এলাকার বাদল মিয়া নামে এক ব্যাক্তি বাড়ি থেকে তিনটি ময়না পাখি ও একটি পাখি খাঁচায় বন্ধি অবস্থায় উদ্ধার করা হয় এবং বাদল মিয়াকে আটক করা হয়েছে।

সোমবার দূপুরে দীঘিনালা এসিল্যান্ড অতিরিক্ত দায়িত্ব সৈয়দ সাফকাত আলী, হাজাছড়ি রেঞ্জ অফিসার মোঃ সাজ্জাদ হোসেন, ও দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকারিয়া উপজেলার ভৈরফা এলাকায় গহিন বনে পাখিগুলো অবমুক্ত করেন।

অবমুক্তকালে এসিল্যান্ড সৈয়দ সাফকাত আলী বলেন, বন্য প্রাণী ধরে বিক্রি করা ও ঘওে পোশা বন্য প্রানি সংরক্ষন আইনে দন্ডনীয় অপরাধ। বাদল মিয়া অপরাধ শিকার করায় মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। কেউ যদি এধরনের কর্মকান্ড করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।