আলীকদমে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ
॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২/২০২৫-২৬ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, রাসায়নিক সারসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৫ শত শিক্ষার্থী কে ৬ হাজার ফলজ চারা দিল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
রবিবার (১৩জুলাই) বেলা ১২ ঘটিকার সময় আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়, আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়, আলীকদম বালিকা উচ্চ বিদ্যালয়, আলীকদম অন্বেষা কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ,বনজ ঔষধী গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
শিক্ষার্থীদের মাঝে উপস্থিত থেকে চারা বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষিবিদ কর্মকর্তা সোহেল রানা। এছাড়াও উপস্থিত ছিলেন,কৃষি উপ-সহকারী মাঠ কর্মকর্তা রেজাউল করিম, আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম,যুগান্তর পত্রিকার প্রতিনিধি জয়দেব ও স্থানীয় সাংবাদিক সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁসহ প্রমূখ।
উপজেলা কৃষিবিদ কর্মকর্তা মোঃ সোহেল রানা বলেন,এই প্রণোদনা কর্মসূচির মূল উদ্দেশ্য হলো—স্থানীয় কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা, উৎপাদন বৃদ্ধিতে সহায়তা প্রদান এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। প্রণোদনার অংশ হিসেবে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ,লেবু চারা,বেল চারা,তাল চারা,নিম চারা,জাম চারা, কাঠাল চারা, আম চারা নারিকেল গাছের চার এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।
তিনি আরও বলেন,উপজেলার মসজিদ, মন্দির, গীর্জা,প্যাগোডায় ৭০০ টি নারিকেল গাছের,তাল গাছের চারা ২৫০ টি, কৃষকদের মাঝে ৫০০ টি আম গাছের চারা,লেবু ৭৫০ টি গাছের চারা বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ হ্রাস এবং ফসল ও ফল উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আনার এমন উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা হাতে হাতে চারা পেয়ে তারা পরিবেশবান্ধব কৃষির প্রতি আগ্রহ প্রকাশ করে।
স্থানীয় কৃষকরাও সরকারের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এই ধরনের সহায়তা তাদের কৃষিকাজে নতুন প্রাণ জোগাবে এবং উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।