রামগড়ে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে পড়ে শিশু নিখোঁজ
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়ে অভিযান স্থগিত করেন।
নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মিনহাজ (৮)। সে ওই গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর নিম্নভাগের এক কিলোমিটার এলাকায় সন্ধান করে নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪ টার থেকে উদ্ধার অভিযান শুরু করে।
জানা গেছে, নিখোঁজ মিনহাজ রামগড়ের ফেনীরকুল নানার বাড়িতে বৃহস্পতিবার আসে। তাদের ছাগলনাইয়া বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। আজ দুপুর ১২ টা ২০ মিনিটের সময় সম বয়সি ফুফাত বোনের সাথে খেলতে এসে নদীর পাড়ে গেলে কাঁদা মাটিতে পা পিছলে নদীতে পড়ে যায়। সে থেকে শিশুটি নিখোঁজ রয়েছে।
নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, বন্যা থেকে বাঁচতে বাগিনা আমার বাড়িতে এসেও শেষ রক্ষা হয়নি। সন্ধান কার্যক্রম চলছে অন্তত ভাগিনার দেহাবশেষ উদ্ধারের দাবী করেন তিনি।
রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেশান্তর বড়ুয়া জানান, নদীতে প্রচণ্ড শ্রোত রয়েছে। সম্ভাব্য সব যায়গাগুলো তল্লাশি করছে ডুবরী দল এখনো সন্ধান না পাওয়া যায়নি।
রাঙ্গামাটির ডুবুরী দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তারা ৬ জনের একটি দল রামগড় ঘটনাস্থলে এসে নদীতে সন্ধান করেছেন। সন্ধ্যা হওয়াতে অভিযান স্থগিত করা হয়েছে আগামীকাল সকালে আবার সন্ধান চালাবে ডুবুরিরা।