[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে পড়ে শিশু নিখোঁজ

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে খেলতে গিয়ে নদীতে পড়ে এক শিশু নিখোঁজ হয়েছে। তাকে উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধান চালিয়ে অভিযান স্থগিত করেন।

নিখোঁজ শিশুটি ফেনীর ছাগলনাইয়া উপজেলার দক্ষিণ সতের গ্রামের কাজী মিনহাজ (৮)। সে ওই গ্রামের কাজী মঞ্জুর ইসলামের ছেলে।

শুক্রবার (১১ জুলাই) দুপুরে সে নিখোঁজ হয়। নিখোঁজের পর রামগড় ফায়ার সার্ভিস ও স্থানীয়রা নদীর নিম্নভাগের এক কিলোমিটার এলাকায় সন্ধান করে নিখোঁজদের কোনো সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসের রাঙ্গামাটি ডুবুরি দলকে খবর দিলে তারা বিকেল ৪ টার থেকে উদ্ধার অভিযান শুরু করে।

জানা গেছে, নিখোঁজ মিনহাজ রামগড়ের ফেনীরকুল নানার বাড়িতে বৃহস্পতিবার আসে। তাদের ছাগলনাইয়া বাড়িতে বন্যার পানি উঠলে তাকে নানার বাড়ি পাঠিয়ে দেয়া হয়। আজ দুপুর ১২ টা ২০ মিনিটের সময় সম বয়সি ফুফাত বোনের সাথে খেলতে এসে নদীর পাড়ে গেলে কাঁদা মাটিতে পা পিছলে নদীতে পড়ে যায়। সে থেকে শিশুটি নিখোঁজ রয়েছে।

নিখোঁজ শিশুর মামা মোশাররফ হোসেন বলেন, বন্যা থেকে বাঁচতে বাগিনা আমার বাড়িতে এসেও শেষ রক্ষা হয়নি। সন্ধান কার্যক্রম চলছে অন্তত ভাগিনার দেহাবশেষ উদ্ধারের দাবী করেন তিনি।

রামগড় ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেশান্তর বড়ুয়া জানান, নদীতে প্রচণ্ড শ্রোত রয়েছে। সম্ভাব্য সব যায়গাগুলো তল্লাশি করছে ডুবরী দল এখনো সন্ধান না পাওয়া যায়নি।

রাঙ্গামাটির ডুবুরী দলের টিম লিডার আলী হোসেন চৌধুরী জানান, তারা ৬ জনের একটি দল রামগড় ঘটনাস্থলে এসে নদীতে সন্ধান করেছেন। সন্ধ্যা হওয়াতে অভিযান স্থগিত করা হয়েছে আগামীকাল সকালে আবার সন্ধান চালাবে ডুবুরিরা।