[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওয়াদুদ ভূঁইয়ারবান্দরবানের লামায় নিখোঁজের ৪ দিন পর ঝিড়ি থেকে শিশুর লাশ উদ্ধারখাগড়াছড়ির রামগড়ে মাটি ও বালু উত্তোলনের দয়ে দেড় লক্ষ টাকা জরিমানারাঙ্গামাটির লংগদুতে সাঁতার প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণদীঘিনালায় শিক্ষকদের সাথে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন এর মতবিনিময়কাপ্তাইয়ে প্রাইভেটকার যোগে চোলাইমদ পাচার করতে গিয়ে আটক-৪দীঘিনালায় জাতীয় মৎস্য সপ্তাহ সমাপনী উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণখাগড়াছড়ির পানছড়িতে বিজিবির জনকল্যাণমুখী সহায়তাবান্দরবানে ভিক্ষু ড. এফ দীপংকর মহাথের হত্যা, বৌদ্ধরা কি অসহায় ?পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী ও বিজিবি’র মানবিক কর্মকান্ডে অসহায়রা সেখানেই সুখের খোঁজাখুজি করে
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি জব্ধ করেছে কোটি টাকার বার্মিজ সিগারেট

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বৈর আবহাওয়ার মাঝেও সীমান্তে থেমে থাকেনি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযান। বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি সীমান্ত এলাকায় ১১ বিজিবি’র টানা অভিযানে জব্ধ করা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৮৮০ প্যাকেট বার্মিজ সিগারেট। এসব সিগারেট চোরাকারবারীর দল সীমান্ত অতিক্রম করে সেখানে নিয়ে আসে।

বিজিবি সূত্র জানায়, ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত চোরাচালানবিরোধী ধারাবাহিক অভিযানে এসব সিগারেট জব্ধ করা হয়। বিপুল পরিমাণ এসব সিগারেটের প্যাকেট মালিকবিহীন অবস্থায় সীমান্তের বিভিন্ন স্থানে পড়ে ছিল। ধারণা করা হচ্ছে বিজিবির টহল দল এর উপস্থিতি দেখে চোরাচালানে জড়িতরা সেখান থেকে পালিয়ে যায়।

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস কে এম কপিল উদ্দিন কায়েস বলেন, আমাদের সদস্যরা প্রচণ্ড বৃষ্টির মাঝেও পাহাড়ি সীমান্তে কঠিন পরিবেশে টহল দিয়েছে। মাদক ও চোরাচালান দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। উদ্ধারকৃত সিগারেটের বাজারমূল্য কোটি টাকার বেশি, যা দ্রুত নিয়ম অনুযায়ী ধ্বংস করা হবে। তিনি আরও জানান, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় সচেতন মহল বিজিবির এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করে বলেন, এমন নিয়মিত অভিযানেই সীমান্ত এলাকায় নিরাপত্তা বাড়ছে। মাদক ও চোরাচালান প্রতিরোধে এমন কঠোর অভিযান জরুরি।

উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) দীর্ঘদিন ধরে মাদক, চোরাচালান, অনুপ্রবেশ ও আন্তঃরাষ্ট্রীয় অপরাধ দমনে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।