[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতরাঙ্গামাটির রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিজিবি জব্ধ করেছে কোটি টাকার বার্মিজ সিগারেটকাপ্তাই ন্যাশনাল পার্ক অনেক মনোমুগ্ধকর: বন সচিববৃষ্টি ও কাঁদাপানি মাড়িয়ে ঋতুপর্ণার অসুস্থ মাকে দেখে গেলেন রিজভীখাগড়াছড়ির মহালছড়িতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধাররোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপকাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছেকাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে ঘুঘু পাখি উদ্ধারগৌতম বুদ্ধের ছয়টি স্মৃতি বিজড়িত দিন আষাঢ়ী পূর্ণিমা
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
টানা ক’দিনের বৃষ্টিতে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদেও পানি বৃদ্ধি পাওয়াতে কাপ্তাইস্থ পানি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে হ্রদে পানি বৃদ্ধি হওয়াতে বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে সর্বোচ্চ ২১২ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। উৎপাদন বৃদ্ধি হওয়াতে বিদ্যুৎ বিতরণে ঘাটতি থাকছেনা বলে সংশ্লিষ্ট সুত্র জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, বুধবার ৯জুলাই রাত ৮টায় এই কেন্দ্রের ৫ টি ইউনিট একযোগে চালু করা হয়েছে। এতে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন ২১২ মেগাওয়াট। তিনি আরোও জানান, গত এক সপ্তাহ যাবত লগাতার বৃষ্টিপাত হওয়ার কারনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পায়। ফলে বিদ্যুৎ উৎপাদনও বেড়েছে তাতে ৫টি ইউনিটের মধ্যে ১ ও ২ নং ইউনিট থেকে ৪৬ মেগাওয়াট করে ৯২ মেগাওয়াট এবং ৩,৪ ও ৫ নং ইউনিট থেকে প্রতিটি ৪০ মেগাওয়াট করে ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে। রাঙ্গামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫টি ইউনিটে দৈনিক সর্বোচ্চ ২১২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং তা জাতীয় গ্রীডে সংযোগ করা হচ্ছে।

এদিকে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সুত্র জানায়, গত বুধবার (৯জুলাই) রাত ৮ টা পর্যন্ত কাপ্তাই লেকে পানির লেভেল ছিল ৯৬.৪১ ফুট মীন সি লেভেল। রুলকার্ভ অনুযায়ী এসময় লেকে পানি থাকার কথা ৮৫.২৮ ফুট মীন সি লেভেল। কাপ্তাই লেকে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা ১০৮ ফুট মীনস সি লেভেল। ৫টি ইউনিটে ২৩০ মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম বলে জানায় কন্ট্রোল রুম।