[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় তারাবনিয়া সড়কের দুই পাশে বৃক্ষ রোপনলামায় বাড়ির মাচাংয়ে পাওয়া গেল ৯ বছরের শিশুর মৃতদেহবৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে সরকার বিহার নির্মাণ প্রকল্প হাতে নিয়েছেক্যান্সারে আক্রান্ত ঋতুপর্ণা চাকমার ‘মা’ অর্থের অভাবে চিকিৎসাও হচ্ছে নাপানছিড়িতে ভেজা চোখে রাজকীয় বিদায় জানালেন মসজিদের ইমামকেখাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতাররাঙ্গামাটির বাঙ্গালহালিয়া খাল ঐতির্হ্যের নীরব সাক্ষী, অথচ দখলে দূষণে বিপর্যস্তকাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়
[/vc_column_text][/vc_column][/vc_row]

লামায় বাড়ির মাচাংয়ে পাওয়া গেল ৯ বছরের শিশুর মৃতদেহ

॥ লামা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবানের লামায় বাড়ির আঙ্গিনায় ছাগল রাখার মাচাংয়ে ৯ বছরের এক শিশুর মৃতদেহ পাওয়া গেছে। কি কারণে বাচ্চাটি মারা গেছে তা তাৎক্ষণিক জানাতে পারেনি পরিবার। পরে নিহতের বাবা-মা অসুস্থতার কারণে মারা গেছে বলে দাবী করেন। মঙ্গলবার (৮জুন) বিকেল ৩টায় লামা সদর ইউনিয়নের বৈল্যারচর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শিশু মোঃ আরাফাত (৯) লামা উপজেলার সদন ইউনিয়নের ৬নং ওয়ার্ড বৈল্যারচর বাজার এলাকার মোঃ ইলিয়াস ও রওশন আরা বেগম এর ছেলে। সে হ্লাচ্ছাই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্র।

লামা সদর ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, শুনামাত্র নিহতের বাড়িতে আসি। পরিবারের সাথে কথা বলে জানা যায় শিশুটি অসুস্থ ছিল। অসুস্থতার কারণে বাচ্চাটি মারা গেছে।

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, বিকেল ৩টার দিকে বাচ্চাটি বাড়ির আঙ্গিনায় খেলছিল। তখন বৃষ্টি হচ্ছিল। কিছুক্ষণ পরে বাচ্চাটির খোঁজ করলে দেখা আরাফাত আঙ্গিনার একপাশে ছাগল রাখার মাচাংয়ে শুয়ে আছে। বাচ্চাটির মা কাছে গিয়ে গায়ে হাত দিয়ে দেখে তার শরীর ঠান্ডা হয়ে গেছে। পরে বুঝতে পারে সে মারা গেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ তোফাজ্জল হোসেন বলেন, বিষয়টি জানতে পেরে স্থানীয় চেয়ারম্যান কে ঘটনাস্থলে যেতে বলেছি। প্রাথমিক পাওয়া তথ্য মতে জানা যায় শিশুটি অসুস্থতার কারণে মারা গেছে।