কাপ্তাইয়ে বন বিভাগের অভিযানে ঘুঘু পাখি উদ্ধার
॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ রাইখালী রেঞ্জের পুরান বাজার এলাকায় অভিযান চালিয়ে দেশীয় বন্যপ্রাণী উদ্ধার করা হয়েছে। বুধবার (৯জুলাই) সকাল ১১টায় রাইখালী রেঞ্জ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দুটি ঘুঘু একটি টিয়া পাখি উদ্ধার করে।
রেঞ্জ কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম জানান, পাল্পউড বাগান বিভাগীয় বন কর্মকর্তার দিক নির্দেশনায় পাখিগুলো উদ্বার করা হয়। এসময় বিক্রেতাকে খুঁজে পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে বন বিভাগের উপস্থিত টের পেয়ে পাখিগুলো খাঁচায় রেখে পালিয়েছে। বর্তমানে রাইখালী রেঞ্জে পাখিগুলো রাখা হয়েছে। বৃষ্টিপাত কমলে প্রাকৃতিক পরিবেশে এগুলো অবমুক্ত করা হবে বলে জানান। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
চট্টগ্রাম ওয়াইল্ডলাইফ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেন জানান, যেকোনো সময় বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তা অব্যাহত থাকবে। তিনি বলেন, বন্যপ্রাণী ক্রয় ক্রিয় একটি অপরাধ এসব প্রাণীর চলাফেরা স্বাধীন রাখা প্রত্যেক নাগরিকে দায়িত্ব।