[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে চোলাইমদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
চট্রগ্রাম পাঁচলাইশ ও খুলশি থানার ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামী মিঠু পাল (৩০) কে খাগড়াছড়ির রামগড়ে চোলাই মদসহ গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৫ জুলাই) সকালে রামগড় থানাধীন পৌরসভাস্থ জগন্নাথপাড়া এলাকায় ১৫ লিটার চোলাই মদ সহ তাকে গ্রেফতার করা হয় বলে পলিশ জানিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন সঙ্গীয় পুলিশের একটি দল অভিযান চালায়। রামগড় পৌরসভার ০২ নং ওয়ার্ড সংলগ্ন জগন্নাথপাড়া জগন্নাথ মন্দির সংলগ্ন ডাক্তার মিলন কান্তি শীল এর ফার্মেসীর সামনে ১৫ লিটার চোলাইমদ সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিঠু পাল কক্সবাজার জেলার রামুর রাজারকুল ইউনিয়নের লিটন পালের ছেলে বলে জানান।

রামগড় থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মঈন উদ্দীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চোলাইমদ সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত হাজতে প্রেরণ করেন।