[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেওসুজন এর নানিয়ারচর উপজেলা কমিটির সভাপতি উত্তম, সম্পাদক বিনয়লংগদু উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘হলদে পাখি’ মতবিনিময়নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দনাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতারঅসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কারএইচএসসি পরীক্ষায় রাজস্থলী কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষা দেয়নি ১৯ পরীক্ষার্থীকমিশন ছাড়া কাজ হয় না বান্দরবানের লামা পৌরসভায় !যা মনে হইতেছে সরকারি খাদ্য গুদামের দরজা জানালা ভাঙ্গাচোড়া, না হইলে ঘরের ইন্দুর বেড়া কাটিতেছে বলিয়াই মনে হইতেছে, চিন্তায় আছি…বান্দরবানের থানচি হাসপাতালেও দূর করতে হবে চিকিৎসক সংকট
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাই এর কৃষক দিদার আলমের সন্ধান মেলেনি এক মাসেও

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ষাটতলী গ্রামের এক কৃষক গত ১ মাস যাবত নিখোঁজ রয়েছেন। কৃষকের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন পরিবার ও এলাকাবাসী তার সন্ধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। নিখোঁজ কৃষকের সন্ধান চেয়ে শুক্রবার (৪জুলাই) বিকাল ৪টায় এলাকাবাসী রাইখালী পশ্চিম কোদালা ষাটতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়ক এলাকায় মানববন্ধন করেছেন।

নিখোঁজ কৃষক পশ্চিম কোদালা রাইখালী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মুন্সি আহমেদের বাড়ি এলাকার ষাটতলী গ্রামের জামির হোসেনের ছেলে দিদার আলম। গ্রামবাসী বলেন, সে ষাটতলী গ্রামের একজন সরলমনা কৃষক ছিলেন। গত ৩১ মে সকালে আদা খেতে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তবে আদা খেতে পৌঁছায়নি এবং দিন শেষে আর বাড়ি ফেরেনি। পরিবারের পক্ষ থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ পায়নি।

দিদার আলমের বাবা জামির হোসেন, মা বাবিয়া বেগম বলেন, আমার ছেলেকে গত ১ মাস তিন দিন ধরে দেখি না। কোথায় গেল, কে নিয়ে গেল, কিছুই জানি না। আমার ছেলের মুখটা আবার দেখতে চাই, আমি তাকে ফেরত চাই। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি আমার ছেলেকে খুঁজে দিন। মানববন্ধনে ছাবের আহমদ, আবুল হাসান মেম্বার ও নিখোঁজ দিদার আলমের স্ত্রী কোহিনুর আক্তার বক্তব্যে বলেন, গত ১ মাস ৩ দিন ধরে দিদার নিখোঁজ, এটি শুধু তার পরিবারের নয়, আমাদের সমাজের উদ্বেগের বিষয়।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কামাল(ওসি) জানান, পরিবারের পক্ষ থেকে নিখোঁজ কৃষকের সন্ধানের ব্যাপারে ২ জুন ২০২৫ এ চন্দ্রঘোনা থানায় একটি জিডি করা হয়েছে, তখন থেকে নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।