[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
নাইক্ষ্যংছড়িতে টাস্কফোর্সের অভিযানে ৫ লাখ টাকার সেগুন কাঠ জব্দনাইক্ষ্যংছড়িতে ১০হাজার পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতারঅসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কারএইচএসসি পরীক্ষায় রাজস্থলী কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষা দেয়নি ১৯ পরীক্ষার্থীকমিশন ছাড়া কাজ হয় না বান্দরবানের লামা পৌরসভায় !যা মনে হইতেছে সরকারি খাদ্য গুদামের দরজা জানালা ভাঙ্গাচোড়া, না হইলে ঘরের ইন্দুর বেড়া কাটিতেছে বলিয়াই মনে হইতেছে, চিন্তায় আছি…বান্দরবানের থানচি হাসপাতালেও দূর করতে হবে চিকিৎসক সংকটরাঙ্গামাটিতে পর্যটকদের নতুন আকর্ষণ লেক ভিউ গার্ডেনকাপ্তাইয়ে শহীদ মিনারে “আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল” অনুষ্ঠিতখাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিল
[/vc_column_text][/vc_column][/vc_row]

অসদুপায় অবলম্বন করায় খগড়াছিড়িতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ির দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজে অনুষ্ঠিত এইচএসসি-২০২৫ ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অসৎ উপায় অবলম্ব করার কারনে পাঁচজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) পরীক্ষা চলাকালে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আসা ছয় সদস্যের বিশেষ ভিজিল্যান্স টিম কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে মোবাইল ফোন বহন ও অসৎ উপায় অবলম্বনের অভিযোগে তাদের বহিষ্কার করেন।

বহিষ্কারকৃতরা হলেন দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের বানিজ্য শাখার একজন ও মানবিক শাখার চার জন শিক্ষার্থী। ভিজিল্যান্স টিমের দলনেতা বিমল চাকমার নেতৃত্বে দলটি পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন। এ সময় কয়েকজন পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায় এবং নকল করার চেষ্টা ধরা পড়লে ওই পাঁচজনকে পরীক্ষা কেন্দ্র থেকে বহিষ্কার করা হয়।

পরীক্ষা কেন্দ্রের হল সুপার সুগতদর্শী চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের কারণে পাঁচজন শিক্ষার্থীকে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ভিজিল্যান্স টিম বহিষ্কার করেছে।