রাঙ্গামাটিতে পর্যটকদের নতুন আকর্ষণ লেক ভিউ গার্ডেন
॥ মোঃ নুরুল আমিন ॥
রাঙ্গামাটি শহরের ফিসারী বাঁধ সংযোগ সড়ক রক্ষায় এবং পর্যটকদের আকর্ষণ করতে নির্মিত হচ্ছে সওজ লেক ভিউ গার্ডেন। পরিবেশের ভারসাম্য রক্ষার্থে বৃক্ষরোপন কর্মসূচি হাতে নিয়েছে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ।
বুধবার (০২ জুলাই) বিকালে নব নির্মিত গার্ডেনে বৃক্ষরোপন করে এ কর্মসূচি উদ্বোধন করেন প্রধান অতিথি সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রাম জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান। এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সার্কেলের সড়ক ও জনপদ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ জাহেদ হোসেন, চট্টগ্রাম জোনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহ আরেফীন, রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা সহ সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী গণ।
প্রধান অতিথির বক্তব্যে সড়ক ও জনপদ বিভাগের চট্টগ্রাম জোনে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান বলেন, তাদের প্রধান কাজ হলো সড়ক ও ব্রীজ নির্মাণ করা। বর্তমানে রাঙ্গামাটি শহরের ফিসারী বাঁধ সংযোগ সড়কের একপাশে যে গার্ডেনটি নির্মিত হচ্ছে, এটি একটি পরিবেশ ভারসাম্য রক্ষার কাজ। এই গার্ডেনের প্রধান উদ্যোক্তা হলেন রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। আমরা তাকে এই কাজটি করতে উৎসাহিত করি। তিনি আরো বলেন, আগামী এক মাসের মধ্যে এই কাজটি শেষ হবে। শুধু এটি শেষ হলে হবে না, এটিকে সঠিকভাবে পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করতে হবে। এর জন্য সড়ক বিভাগ থেকে জনবল নিয়োগ করা হবে। যাতে এই গার্ডেনের সৌন্দর্য্য নষ্ট না হয়। এর আগে গার্ডেনটি পরিদর্শন করেন সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা।
প্রসঙ্গত রাঙ্গামাটি ফিসারী সংযোগ বাঁধের দুই পাশে পাহাড় ঘেরা কাপ্তাই হ্রদ। এই সংযোগ সড়ক বাঁধটি ভাঙনের কবলে পড়ে বাঁধ রক্ষায় ব্যবস্থা গ্রহণ করে রাঙ্গামাটি সড়ক ও জনপদ বিভাগ। বর্তমানে সওজ এর উদ্যোগে বাঁধের একপাশে রিটেনিং ওয়াল নির্মাণ করা হয়েছে। ভরাট করা হয়েছে মাটিও, সৌন্দর্য বৃদ্ধির জন্য সেই মাটিতে রোপন করা হয়ে নানান জাতের ফুলের গাছ। পর্যটকদের ইতোমধ্যে আকর্ষণ করা শুরু করেছে। তবে এখানো সৌন্দর্য বর্ধনের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।