খাগড়াছড়ির রামগড়ে বিএনপি’র আনন্দ মিছিল
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা ও পৌর বিএনপির নব গঠিত (আংশিক) কমিটিকে স্বাগত ও জেলা বিএনপির সভাপতি এবং সাবেক এমপি ওয়াদুদ ভুইয়াকে কৃতজ্ঞতা জানিয়ে রামগড় বিএনপি পরিবারের আনন্দ মিছিল।
বুধবার (২জুলাই) বিকালে উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এসে নেতাকর্মীরা একযোগে জড়ো হয়ে এ আনন্দ মিছিল করে। এ সময় তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলে এলাকা।

মিছিলটি দলীয় কার্যালয় থেকে মাষ্টারপাড়া সিনেমাহল বাজার, রামগড় বাজার প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে রামগড় উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল্লাহ্ আল মামুনের সঞ্চালনায় ব্যক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি ও রামগড় উপজেলা, পৌর বিএনপির সমন্বয়ক হাফেজ আহম্মদ ভুইয়া, নব কমিটির উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি সাংবাদিক মোঃ বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শেফায়েত উল্যাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।