রাঙ্গামাটিতে ম্যাজিস্ট্রেট এর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙ্গামাটি শহরের কাঠালতলীস্থ আবাসিক এলাকা আলম ডকইয়ার্ড এর বাসা থেকে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এর স্ত্রী মুহাইমিনা ইসলাম উর্মি (২৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী। কতোয়ালী পুলিশ মঙ্গলবার (১জুলাই) এ ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
রাঙ্গামাটি কতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন জানান, মুহাইমিনা ইসলাম উর্মি রাঙ্গামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রায়হান চৌধুরীর স্ত্রী। পুলিশের ধারণা তিনি আত্নহত্যা করেছেন। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়না তদন্তের পর কারণ জানা যাবে। এর বেশি কিছু পুলিশ জানাতে পারেনি।