রাজস্থলীতে কৃষি অধিদপ্তরের সার-বীজ ও চারা বিতরণ
॥ রাজস্থলী উপজেলা প্রতিনিধি ॥
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় সার-বীজ ও নারিকেল চারা বিতরণ করা হয়েছে। সোমবার (৩০জুন) সকালে রাজস্থলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এসব কৃষিবীজ বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র। বিশেষ অতিথি, উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাংবাদিক আজগর আলী খান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, প্রানী সম্পদ কর্মকর্তা ডা, নোমান, সহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রান্তিক চাষী ও কৃষি বিভাগের উপ সহকারি কৃষি কর্মকর্তাগন।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সজীব কান্তি রুদ্র স্থানীয় ৬০ জন কৃষক ও উদ্যোক্তাদের মাঝে এসব সার-বীজ বিতরণ করেন।