[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে তামাক নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতকাপ্তাই বিএসপিআইয়ের পরিত্যক্ত সাত প্রতিষ্ঠানে অগ্নিকান্ডপাহাড় কাটার দায়ে লামায় দুই ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানাবান্দরবানের লামা পৌরসভার ১৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণারামগড় উপজেলা ও পৌর বিএনপির নতুন কমিটি গঠনদীঘিনালায় সাম্প্রীতি প্রতিষ্ঠায় সন্ত্রাসবাদ প্রতিরোধে আলোচনা সভাআলীকদমে সাম্প্রীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিতরাজস্থলীতে কৃষি অধিদপ্তরের সার-বীজ ও চারা বিতরণকাপ্তাইয়ে আইন শৃংখলা কমিটির সভা, মাদক থেকে বাঁচতে চাইওয়ান মিলিয়ন লিডার্স এশিয়া চ্যাম্পিয়ন ফেলো রামগড়ের আফরিণ তিশা
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের লামা পৌরসভার ১৩ কোটি ৮৫ লাখ টাকার বাজেট ঘোষণা

॥ লামা উপজেরা প্রতিনিধি ॥
অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ ব্যয় বরাদ্দ রেখে ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ১৩ কোটি ৮৫ লক্ষ ৯ হাজার ১২৫ টাকার বাজেট ঘোষণা করেছে বান্দরবানের পৌরসভা। একই সভায় বিগত ২০২৪-২০২৫ অর্থ বছরের বাজেট সংশোধন করা হয়।

রবিবার (৩০ জুন) দুপুরে লামা পৌরসভা মিলনায়তনে এ বাজেট ঘোষণা করেন লামা পৌরসভা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈন উদ্দিন। এ সময় পৌর প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা কমিটির সদস্য, সাংবাদিকবৃন্দ, স্থানীয় রাজনৈতিক নেতা, পৌর কর্মকর্তা-কর্মচারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ঘোষিত বাজেটে পৌরসভার রাজস্ব আয় ধরা হয়েছে দুই কোটি ২১ লক্ষ ৮৯ হাজার ৫৪ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে দুই কোটি ১৫ লাখ ৯৫ হাজার টাকা। রাজস্ব খাতে উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে ধরা হয়েছে সাধারণ সংস্থাপন খাতে এক কোটি ৪৭ লক্ষ ১৫ হাজার টাকা, স্বাস্থ্য ও পয়ঃপ্রণালীখাতে ৩১ লাখ ৪০ হাজার টাকা এবং শিক্ষাখাতে এক লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া পানি সরবরাহসহ অন্যান্য খাতে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

উন্নয়ন খাতে মোট আয় ও ব্যয় ধরা হয়েছে ১১ কোটি ৫০ লাখ টাকা। উন্নয়ন আয়ের মধ্যে দেখানো হয়েছে সরকার প্রদত্ত বিভিন্ন মঞ্জুরি ও সহায়তা। এর মধ্যে কোভিড ১৯ রিকভারি প্রজেক্ট থেকে চার কোটি টাকা, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ড থেকে ৫০ লাখ টাকা, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে ৪০ লাখ টাকা এবং পৌর ভবন সম্প্রসারণ খাতে ৫০ লাখ টাকাসহ সরকারের বিভিন্ন খাত থেকে উন্নয়ন খাতে প্রাপ্তি দেখানো হয়েছে।

উন্নয়ন খাতের উল্লেখযোগ্য ব্যয়ের মধ্যে অবকাঠামো উন্নয়নে চার কোটি ৯৪ লাখ টাকা, পৌর ভবন সম্প্রসারণ, স্টাফ ডরমেটরি নির্মাণ, সীমানা প্রাচীর ও মার্কেট নির্মাণে এক কোটি ২৪ লাখ টাকা এবং অন্যান্য প্রকল্প বাস্তবায়নে এক কোটি ৫৫ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক মোঃ মঈন উদ্দিন বলেন, ঘোষিত বাজেট বাস্তবায়িত হলে লামা পৌরসভার জনসাধারণের জীবনমানের উন্নতি ঘটবে। তিনি ঘোষিত বাজেটের সফল বাস্তবায়নে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়সহ পৌরসভার সর্বস্তরের জনসাধারনের সার্বিক সহযোগিতা কামনা করেন।