[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে ৭০ হাজার বর্গফুট জাল পুড়িয়েছে মৎস্য কর্পোরেশন

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
কাপ্তাই উপ-কেন্দ্র লেকে অভিযানে গত দুই মাসে অভিযান চালিয়ে জব্ধ করা ৭০ হাজার বর্গফুট কারেন্ট জাল পোড়ানো হয়েছে। সোমবার (৩০জুন) কাপ্তাই মৎস্য উপ কেন্দ্র চত্বরে নৌ পুলিশ, স্থানীয় জনপ্রতিনিধি ও মৎস্য উন্নয়ন কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে এসব জব্দ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কাপ্তাই উপ কেন্দ্রের উপ-ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, বিগত ২ মাস ধওে ভাইবোনছড়া, হরিণছড়া মুখ, বিলাইছড়ি উপজেলার হাজরাছড়ি, কেরানছড়ি বহালতলী এবং রাঙ্গামাটি সদর উপজেলার গবাঘোনা, বড়াদম, মাইচ্ছোঘোনা, সিলেটি পাড়া, গোদাপাহাড়, দোখাইয়া পাড়া, জীবতলী কাটাখালসহ বিভিন্ন এলাকায় অভিযান করে কারেন্ট জাল উদ্বার করা হয়। এছাড়া সুতার জাল এবং মাছ ধরার কাজে নিয়োজিত ইঞ্জিন চালিত নৌকা ও সাধারণ কাঠের নৌকা জব্দ করা হয় বলেও জানান।

উল্লেখ্য ১মে থেকে৩১ জুলাই পযন্ত তিন মাস মাছের প্রজননের জন্য লেকে সকল ধরনের মাছ শিকার ও পরিবহণ রাঙ্গামাটি জেলা প্রশাসন নিষেধাজ্ঞা জারি করে। এরপর অনেকে আইন অমান্য করে প্রশাসনকে ফাঁকি দিয়ে মাছ ধরার সময় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়েছিল।