[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডাররাঙ্গামাটি ২৯৯ আসন তারেক জিয়াকে উপহার দেবে জেলা বিএনপি: দীপন তালুকদারকাপ্তাই হ্রদের পানিতে তিন তরুণের স্বপ্নের ১৫ লক্ষ টাকার মাশরুমরাঙ্গামাটি পৌরসভাকে নাগরিক বান্ধব ও জবাবদিহিমূলক হতে হবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে সাম্প্রীতি ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ERRD-CHT, UNDP সহযোগিতায় Biodiversity ecosystem Restoration for community Regilience প্রকল্পের অধীনে দামতুয়া ইন হোটেল কনফারেন্স হল রুমে সামাজিক সাম্প্রীতি ও দ্বন্ধ ব্যবস্থাপনা বিষয়ক এক কর্মশালা আয়েজন করা হয়।

সোমবার (৩০জুন) সকাল ১০ ঘটিকার সময় এ প্রকল্পের কমশালায় ৩৫ জন (নারী-৬,পুরুষ-২৯) স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি, প্রথাগত নারী নেতৃবৃন্দ,বিভিন্ন হেডম্যান,কার্রবারী, জনপ্রতিনিধি ও যুব প্রতিনিধি অংশগ্রহন করেন।

এ কর্মশালায় বক্তারা বলেন,বন ও পরিবেশ বন্যপ্রাণী সংরক্ষনে এলাকার যে সমস্ত চ্যালেন্জ রয়েছে সেই চ্যালেঞ্জ গুলো আলোচনা করা হয়।সকলের সম্মিলিত প্রচেষ্টায় ঐ সমস্ত চ্যালেঞ্জ গুলোকে মোকাবেলা করে বন ও পরিবেশ এবং বন্যপ্রাণী সুরক্ষায় (সম্পদ) ব্যবস্থাপনায় সকলের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্যতা বজায় রেখে কাজ করার আহ্বান করা হয়। এছাড়াও যে সমস্ত এলাকাতে প্রাকৃতিক সম্পদ আহরণ নিয়ে তদন্ত দেরি হয়, সে সমস্ত এলাকাতে স্থানীয় ভাবে VCF Management কমিটি কারবারী, হেডম্যান, LVMF কিমিটির সহযোগিতায় এছাড়াও স্হানীয় যুবদের সহযোগিতায় নিরসন করার জন্য একমত প্রকাশ করেন।

এ কর্মশালায় উপস্থিত উপস্থিত ছিলেন তৈনফা মৌজার হেডম্যান মংক্যনু মার্মা, ১ নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন, আগষ্টিন ত্রিপুরা কারবারী, চাইম্প্রা মৌজার হেডম্যান চাথুই প্রু মার্মা, ERRD-CHT-UNDP জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা, মোঃ সেলিম উদ্দিন, BERCR- ERRB- UNDP বান্দরবান জেলা ব্যবস্থাপক রাম বাহাদুর ত্রিপুরাসহ স্হানীয় গণ্যমান্য লোকজন এ কর্মশালায় উপস্থিত ছিলেন।