[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সন্ত্রাসীদের হামলায় নিহত-১

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ির ইউনিয়নের দূর্গম পাহাড়ি জনপদ কোলাচিপাড়া লেমুতলী গ্রামের মৃত আব্দু শুক্কুরের ছেলে মিজানুর রহমানকে কূপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২৬ জুন) বিকাল ৪ টায় ৫ নং ওয়ার্ড কোলাচি পাড়া লেমুতলী দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহতের মা, ভাই মোহাম্মদ আলম ও স্থানীয়রা জানান, গত ২২ জুন রবিবার লেম্বুছড়ি বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লেমুতলী থেকে ৮ টি অস্ত্র উদ্ধার করে। ঐ অস্ত্র উদ্ধারের সংবাদদাতা তিনি তাই মনে করে লেমুতলী দোকান থেকে বাড়ি যাওয়ার পথে ডাকাত শাহিনের শিষ্য একই এলাকার সন্ত্রাসী আলী আকবর এর নির্দেশনায় স্থানীয় আবুল শামার ছেলে রশিদ আহমদ (৩২) ও আবুল কালামের ছেলে জসিম উদ্দীন (৩০) অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র, কিরিচ দা, লোহার রট দিয়ে মাথা ও সমস্ত শরীরে আঘাত করে।

চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়, রক্তাক্ত অবস্থায় দেখতে পেলে তাৎক্ষণিকভাবে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। একই রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৪ টায় তিনি মারা যান। তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে।

এদিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মা, ভাই ও ক্ষুব্ধ এলাকাবাসী তার ঘটনার সুষ্ঠ তদন্ত ও হত্যাকারির চিহ্নিত সন্ত্রাসীদেরকে আইনের আওতায় এনে শাস্তির জোর দাবী জানান।

স্থানীয় চেয়ারম্যান মোহাম্মদ ইমরান ঘটনা সত্যতা নিশ্চিত করে এ প্রতিবেদকে জানান, আলী আকবর দীর্ঘদিন যাবত মায়ানমার সীমান্তে চোরাকারবারি,ও বিভিন্ন অপকর্মের সাথে জড়িত, অনাকাক্সিক্ষত ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেন এবং দোষীদের শাস্তি দাবি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার ইনচার্জ মাসরুরুল হক ঘটনা নিশ্চিত করেন, ঘটনা শোনামাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। আইনগত প্রক্রিয়া চলমান অভিযোগ পাওয়ার সাথে সাথে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।