মাটিরাঙ্গায় কৃষকের দক্ষতা ও টেকসই কৃষি নিয়ে দিনব্যাপী কর্মশালা
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত হয়েছে কৃষিভিত্তিক ‘পার্টনার ফিল্ড স্কুল’ কংগ্রেস কর্মশালা। বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালাটি দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায়, কৃষি সম্প্রসারণ অধিদফতর, মাটিরাঙ্গা এর আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনজুর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মোঃ বাছিরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মোঃ শাহ জালাল কাজল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সেলিম রানা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আমান উল্লাহ খান, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি মোঃ জসীম উদ্দিন জয়নাল, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুর রহিম মজুমদার, কৃষিবিদ মোঃ নুর আলমসহ কৃষি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক-কৃষাণী ও সাংবাদিকবৃন্দ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সবুজ আলী। কর্মশালায় উপস্থিত কৃষকরা তাদের মাঠ পর্যায়ের অভিজ্ঞতা, সফলতা ও চ্যালেঞ্জ তুলে ধরেন।
প্রধান অতিথি মোঃ বাছিরুল আলম বলেন, “কৃষিতে প্রযুক্তি ও আধুনিক জ্ঞান ছড়িয়ে দিতে পার্টনার ফিল্ড স্কুল অত্যন্ত কার্যকর। কৃষকদের অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রয়াসে দেশের কৃষি আরও এগিয়ে যাবে।