[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রামগড়ে কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট কল্যাণ সমিতি’র সভাপতি জসিম, সম্পাদক দেলোয়ারযুবদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে: কাজল তালুকদারজীবিকা ও উন্নয়নের সংগ্রামে আত্মনির্ভরতার ছবি পাহাড়ের অনেক নারীখাগড়াছড়ির দীঘিনালায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনমাটিরাঙ্গায় নানা কর্মসূচিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপনরামগড়ে বিএনপি’র নেতৃবৃন্দের সাথে ব্যবসায়ীদের মতবিনিময়মাটিরাঙ্গা জোনের অভিযানে ৯২.৭ লাখ টাকার অবৈধ কাঠ জব্দ৭দিন পর বন্ধ করা হল কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাটরাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে স্থলমাইন বিস্ফোরনে যুবকের পা বিচ্ছিন্ন

॥ মু. মুবিনুল হক মুবিন, নাইক্ষ্যংছড়ি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণে ওমর মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে। মঙ্গলবার (২৫ জুন) সকাল ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ১১ বিজিবির আওতাধীন জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ ৪৬-৪৭ নম্বর সীমান্ত খুঁটির প্রায় ৪০০ মিটার ভেতরে মিয়ানমার ভূখণ্ডে এ ঘটনা ঘটে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, আরাকান আর্মি নিয়ন্ত্রিত অংথ্রাবে ক্যাম্পের কাছে আগে থেকে পুঁতে রাখা একটি স্থলমাইন বিস্ফোরিত হলে তিনি গুরুতর আহত হন। আহত ওমর মিয়া কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাবের মিয়ার ছেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সূত্র জানিয়েছে, আহত ব্যক্তি সীমান্তে চোরাচালান চক্রের সক্রিয় সদস্য এবং মিয়ানমার থেকে বার্মিজ গরু ও মাদক আনতে গিয়ে বিস্ফোরণের শিকার হন।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মিয়ানমার অভ্যন্তরে স্থলমাইন বিস্ফোরণের ঘটনা খুবই দুঃখজনক। বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।