[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে পানি বন্ধি ৩৫ পরিবারকে শুকনো খাবার বিতরণবান্দরবানের থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতআমাদের অস্তিত্ব, আত্মপরিচয়ে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই: উষাতন তালুকদাররাঙ্গামাটিতে পানিবন্দী ২৫ হাজার মানুষ, দুর্যোগ মোকাবেলায় কাজ করছে প্রশাসনখাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে ভারতীয় সিগারেট আটকরাষ্ট্র মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কাপ্তাই বিএনপি’রসাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার দাবিতে বাঘাইছড়ি মানবন্ধনমাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী ইউনিয়ন একাদশখাগড়াছড়ির রামগড়ে ফার্মেসীর মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রুমায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই ট্যুরিস্ট আহত

॥ উবাসিং মারমা, রুমা ॥
বান্দরবানের রুমা উপজেলার থানা পাড়া এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টার এ দূর্গটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান ট্যুরিস্ট মোঃ আরাফাত (২৪) এবং স্থানীয় নারী যাত্রী পাইওয়াংনু মারমা (২৮)। দুর্ঘটনার ফলে তারা মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহত ব্যক্তির হলেন মোঃ আরাফাত (২৪), পিতা- কামাল হোসেন, গ্রাম- ব্রাহ্মণবাড়িয়া, থানা- যাত্রাবাড়ী, জেলা- ঢাকা। তিনি গলায় ও হাতে আঘাত পেয়েছেন ও পাইওয়াংনু মারমা (২৮), পিতা- শৈসাপ্রু মারমা, মাতা- উসাংচিং মারমা, সাং- পলিকাপাড়া, ৮নং ওয়ার্ড রুমা সদর ইউনিয়ন। তিনি মুখমণ্ডলে মারাত্মক আঘাত পেয়েছেন।

রুমা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা: পাপিয়া দাস জানান দুর্ঘটনা হওয়া মহিলাটি মাথায় আঘাত পাওয়ার কারণে বমিবমি ভাব, কথা বলতে পারছেন না, মাথা, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হওয়াতে রোগীকে সিটি স্ক্যান করার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয়দের দাবি, রুমায় পর্যটকদের চলাচল দিন দিন বাড়লেও সড়ক নিরাপত্তা নিশ্চিত না করায় এ ধরনের দুর্ঘটনা বাড়ছে। সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ও হেলমেট ব্যবহার নিশ্চিত করার দাবিও তুলেছেন তারা। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তারা যান চলাচল স্বাভাবিক করে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন রুমা থানার দায়িত্বরত কর্মকর্তারা।

রুমা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, ঘটনাস্থল থেকে আহত ২ ব্যক্তিকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য বান্দরবানে সদর হাসপাতালে পাঠানো হয়। ট্যুরিস্টরা যেন রাস্তায় বাইকের গতি কম রেখে চালায় তার ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।