[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
কাপ্তাইয়ে পানি বন্ধি ৩৫ পরিবারকে শুকনো খাবার বিতরণবান্দরবানের থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিতআমাদের অস্তিত্ব, আত্মপরিচয়ে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি চাই: উষাতন তালুকদাররাঙ্গামাটিতে পানিবন্দী ২৫ হাজার মানুষ, দুর্যোগ মোকাবেলায় কাজ করছে প্রশাসনখাগড়াছড়ির দীঘিনালায় সেনা অভিযানে ভারতীয় সিগারেট আটকরাষ্ট্র মেরামতের ৩১দফা লিফলেট বিতরণ কাপ্তাই বিএনপি’রসাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচার দাবিতে বাঘাইছড়ি মানবন্ধনমাটিরাঙ্গা সম্প্রীতি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন গোমতী ইউনিয়ন একাদশখাগড়াছড়ির রামগড়ে ফার্মেসীর মালিককে অর্ধলক্ষ টাকা জরিমানাকাপ্তাই উপজেলা জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

‘কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে’ কাপ্তাই এ সেমিনার অনুষ্ঠিত

১১

॥ কাপ্তাই উপজেলা প্রতিনিধি ॥
“কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে” এই স্লোগানে রাঙ্গামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) এ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড পরিচালিত কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধি বিষয়ক সেমিনার হয়েছে। শুক্রবার (২০জুন) সকাল ১০ টায় বিএসপিআই এর সিভিল-উড-টেকনোলজি বিভাগ এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারুকুলাম) প্রকৌশলী আনোয়ারুল কবির। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট ভারপ্রাপ্ত অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ, এবং বাংলাদেশ নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেম এর লেফটেন্যান্ট রাশেদুর রহমান বিএন। বিভিন্ন কলেজ, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, সুপার, শিক্ষক, মাদ্রাসার ইমাম, সরকারি বেসামরিক পলিটেকনিক ইনস্টিটিউট এর শিক্ষক, বন বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। সেমিনারের সমন্বয়কারী ছিলেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মো আনোয়ার হোসেন।

প্রধান অতিথি বলেন, আজকের সেমিনারে আমরা ধর্মীয় নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছি এই কারনে কারিগরি শিক্ষার সুফল কি সেটা যেন সবার ঘরে ঘরে পৌছিয়ে দিতে পারে। আগামী তরুণ প্রজন্মকে যদি কারিগরি শিক্ষার মাধ্যমে কর্মক্ষম করতে না পারি তাহলে দেশ এগুতে পারবে না। বিশ্বের উন্নয়ন দেশ যেমন চীন কারিগরি শিক্ষায় অনেক এগিয়ে। আমরা সকলে নিজেদের জায়গা হতে কাজ করে কারিগরি শিক্ষাকে একটি বিশ্বমানে পৌঁছাতে পারি। কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে হবে।

এর আগে সেমিনারে বিষয়ের উপর একটি পেপার উপস্থাপন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কারিকুলাম বিশেষজ্ঞ প্রকৌশলী ফারুক রেজা।