[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
বান্দরবানের লামায় রূপসীপাড়া উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করেনিআলীকদমে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটকদীঘিনালায় ট্রাফিক সেবায় যুব দল-ছাত্র দল-সেচ্ছাসেবক দলবাঘাইছড়িতে জামায়াতের ওলামা-মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিতমাটিরাঙ্গায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত, আহত ১রামগড়ে নানা বাড়ি বেড়াতে এসে নদীতে পড়ে শিশু নিখোঁজএসএসসি-তে বান্দরবান জেলায় সেরা কোয়ান্টাম কসমো স্কুলবান্দরবানের লামায় প্রশাসনের অভিযান, বালু উত্তোলনে ২জনের সাজাকাপ্তাইয়ে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতরাঙ্গামাটির রাজস্থলীতে এসএসসি পরীক্ষায় ফলাফল বিপর্যয়
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ির রামগড়ে বিএনপির উদ্যোগে পর্যটনের লেক পরিস্কার

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের সামনে অবস্থিত দীর্ঘ ১৭ বছরের অবহেলিত পর্যটন লেকটি পরিস্কার করছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। বুধবার (১৮ জুন) সকালে পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়ার নেতৃত্বে দলটির নেতা কর্মীরা প্রতিকুল আবহাওয়া উপেক্ষা লেকটি পরিস্কার অভিযান শুরু করেন।

জানা যায়, ২০০১ থেকে ২০০৬ বিএনপির সরকারের আমলে খাগড়াছড়ি আসনের সাবেক সাংসদ জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান থাকা কালে দৃষ্টি নন্দন লেকটি তৈরী করে রামগড়ের সৌন্দর্য বর্ধন করেন। বিএনপি ক্ষমতা থেকে বিদায় নিলে দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার লেকটির কোন উন্নয়ন করেনি। একে একে নষ্ট ও চুরী হয়েছে লেকের সৌন্দর্য বর্ধনে স্থাপিত লাইট, বাউন্ডারী, বোর্ড ও ফুল ফলের গাছ।

পৌর যুবদলের সভাপতি জামাল শামিম বলেন, শুধু বিএনপি নেতা ওয়াদুদ ভূইয়া রামগড়ের লেকটি তৈরী করেছেন এ প্রতিহিংসায় লেকটির কোন উন্নয়ন তো করেনি উল্টো লেকের লাইট, রিলিং, বোর্ড, ফুল ও ফলের সব গাছ ধ্বংস করে দিয়ে লেকটিতে ময়লার বর্জ ফেলে দূষিত করেছে। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাফায়েত মোর্শেদ ভূইয়া বলেন, খাগড়াছড়ির সাবেক সাংসদ ওয়াদুদ ভূইয়ার পরিকল্পনায় লেকটি নির্মিত হওয়ায় ফ্যাসিষ্ট আওয়ামী সরকার এটিকে ধ্বংসস্তুপে করেছে। এখন বিএনপি ক্ষমতায় না থাকলেও শুধু দায়বদ্ধতা ও রামগড়ের সৌন্দর্য রক্ষায় বিএনপি পরিবার বৃষ্টি উপেক্ষা করে লেকটি পরিস্কার করছে।

পৌর বিএনপির সভাপতি জসিম উদ্দিন জানান, এ লেকের অতিত সৌন্দর্যে দেশ জুড়ে পরিচিত ছিলো। সে সূত্রে পর্যটকরা এখানে এসে বর্তমান পরিস্থিতি দেখে বিরক্ত ও তিক্ত হয়। তাই আমরা এটি পরিস্কার করছি। বিএনপি ক্ষমতায় গেলে ফের লেকটি সৌন্দর্য বর্ধন করবে। আমাদের অর্ধশত নেতাকর্মী পরিস্কার অভিযানে অংশ নিয়েছে। কাল আবারো পরিস্কার অভিযান চলবে।