[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রামগড়ে ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা বিভাগের সেবা অব্যাহত

॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগাছড়ির রামগড়ে ঈদুল আযহার দীর্ঘ ছুটিতেও উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের সেবা কার্যক্রমর অব্যাহত ছিল। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রাখেন।

উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সূত্রে জানা গেছে, ঈদের লম্বা ছুটিতে দেশের বিভিন্ন সরকারী বেসরকারী, আর্থিক ও সেবামূলক প্রতিষ্ঠান সমূহের কার্যক্রম বন্ধ রয়েছে। তবে জনসাধারণের সেবা নিশ্চিত করতে রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আওতাধীন রামগড় সদর ও পাতাছড়া ইউনিয়নের দুইটি স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের স্বাভাবিক কার্যক্রম সাধারণ রোগী সেবা, কিশোর- কিশোরী সেবা,পরিবার-পরিকল্পনা সেবা,প্রজনন সেবা প্রদান করা হয়েছে। বন্ধকালীন সময়ে ৫৩ জন সাধারণ রোগী, ৯ জন কিশোর-কিশোরী, ১৭ জনকে পরিবার পরিকল্পনা সেবা ও ৭ জনকে প্রজনন সেবা প্রদান করা হয় এবং এ সময় ২টি স্বাভাবিক প্রসব সম্পাদন করা হয়। ঈদুল আযহার ছুটির মধ্যে সেবা পেয়ে অনেকটাই খুশি উপজেলার সেবা গ্রহীতা মানুষ।

রামগড় সদর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে চিকিৎসা নিতে আসা রোগী রহিমা বেগম বলেন, শরীর অনেক অসুস্থ, ভালোভাবে চলাফেরা করতে পারছিলাম না। সব জায়গায় ঈদের ছুটি, এর মধ্যে ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রটি চালু থাকায় চিকিৎসকের পরামর্শ নিয়েছি, আশা করি দ্রত সুস্থ হয়ে যাবো।

রামগড় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের ভিজিটর লায়লা নুর বলেন, এখানে রোগীদের চাপ রয়েছে। বিভিন্ন বয়সী মানুষ বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের কাছে চিকিৎসা নিতে আসছে। তাদেরকে সেবা দিতে পেরে আমাদেরও ভালো লাগছে।

রামগড় উপজেলা পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. মোঃ ইমরুল হাসান বলেন, দীর্ঘ ছুটিকালীন সময়ে পরিবার পরিকল্পনা বিভাগীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক উপজেলার ২টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র ও প্রসব সেবাসহ জরুরী সেবা দেওয়া হইছে। ঈদুল আযহার ছুটির মধ্যে রোগীরা সেবা পেয়ে অনেক খুশি এবং আমরা নিজেরাও খুশি।