[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটিতে বর্জ্যব্যবস্থাপনা বিষয়ে পৌরকর্তৃপক্ষের সাথে সনাকের অ্যাডভোকেসি সভারামগড়ে টাওয়ার কাজ করছে না নেটওয়ার্ক বন্ধ, চাঁদা না পওয়ায় সমস্যার সৃষ্টি!চারদিন পর ফের চালু চন্দ্রঘোনা ফেরী, মঙ্গলবার ১৬ জলকপাট বন্ধ করা হবেখাগড়াছড়ির রামগড়ে দুই কসমেটিকস্ দোকানীকে জরিমানারামগড়ে অবৈধভাবে বালু উত্তোলনে ট্রাক মালিককে জরিমানাপার্বত্য চট্টগ্রামে বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই, পৌর কমিটি গঠনে নেতৃবৃন্দতাঁগো মাইরের চোট্টে ভীতু বহুত জেঠা-জেঠি হাটে আসিলেও বস্তা-পেট্ট্রা ফালাইয়া যান বাঁচাইতে দৌঁড়াইয়াছে লগে ফাঠাছেঁড়াও হইয়াছে, চিন্তায় আছি…প্রতিহিংসার চরিত্র লইয়া কেউ ক্ষেমতারে ললিপপ বানাইয়া টানা চুষিয়াছে আর অহন মনে হইতেছে বহুতে চোষাচুষিতে চুম্বুকও ফিট করিয়াছে, চিন্তায় আছি…বন্যাকবলিতদের সচেতনতায় স্থানীয় প্রশাসনের জরুরী উদ্যোগ নেয়া দরকারখাগড়াছড়ির দীঘিনালায় দূর্যোগ মোকাবিলায় করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

আলীকদমে পর্যটক মৃত্যুর ঘটনায় “ট্যুর এক্সপার্ট”এডমিনের বর্ষা’র বিরুদ্ধে মামলা

॥ সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম ॥
বান্দরবানের আলীকদমে ট্রেকিংয়ে অংশ নিয়ে তিন পর্যটক নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ফেসবুকভিত্তিক পর্যটন গ্রুপ “ট্যুর এক্সপার্ট” এর এডমিন বর্ষা ইসলাম বৃষ্টি (২৪)কে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪জুন) সকালে এ ঘটনায় নিহত স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান ট্যুর এক্সপার্ট এডমিন বর্ষা ইসলামকে আসামী করে আলীকদম থানায় মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, বর্ষা ইসলাম কর্তৃক আয়োজিত ঈদ পূর্ববর্তী ট্রেকিং ট্যুরে গত ৮ জুন রাতে ৩৩ সদস্যের একটি দল ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দেয়। ১০ জুন বর্ষা ১২ জন সদস্য ও একজন লোকাল গাইডসহ আন্ধারমানিক ট্রেইলের দিকে অগ্রসর হন। অপরদিকে স্মৃতি আক্তারসহ ২০ জনকে পাহাড় সম্পর্কে অনভিজ্ঞ এক ব্যক্তির তত্ত্বাবধানে আলীকদমে ফেরত পাঠানো হয়। ১১ জুন বিকেলে শামুক ঝর্ণা এলাকায় হঠাৎ পাহাড়ি ঢলে স্মৃতি আক্তার, হাসান চৌধুরী শুভ এবং শেখ জুবাইরুল ইসলাম নিখোঁজ হন। পরে ১২ ও ১৩ জুন দু’জনের লাশ উদ্ধার করে পুলিশ, তবে হাসান চৌধুরী এখনও নিখোঁজ।

মামলার বাদী স্মৃতির বাবা মোঃ হাবিবুর রহমান অভিযোগে জানান, বর্ষা ইসলাম পর্যাপ্ত নিরাপত্তা ও অভিজ্ঞ গাইড ছাড়াই ৩৩ জন পর্যটক নিয়ে বান্দরবানের দুর্গম রুংরাং-ক্রিসতং ট্যুরে যান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে পরিচালিত এ ট্যুরে ১১ জুন শামুক ঝর্ণা এলাকায় পাহাড়ি ঢলে তার মেয়ে ও অন্যরা নিখোঁজ হন। পরদিন নদীতে ভেসে আসে তাদের মরদেহ। তিনি আরও বলেন, যথাযথ নিরাপত্তা ব্যবস্থা, প্রশাসনিক অনুমতি ছাড়া ভ্রমণ আয়োজনের ফলে এই দুর্ঘটনা ঘটে। মামলায় বর্ষা ইসলাম বৃষ্টিসহ সংশ্লিষ্টদের গাফিলতিকেই মৃত্যুর অন্যতম কারণ বলে দায়ী করা হয়েছে।

এবিষয়ে আলিকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, নিহত পর্যটক স্মৃতি আক্তারের বাবা হাবিবুর রহমান বাদী হয়ে আলীকদম থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রধান অভিযুক্ত সেনাবাহিনীর সহায়তায় বর্ষা ইসলামকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।