[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
লামায় ডায়াগনস্টিক সেন্টার ও ফার্মেসিতে মোবাইল কোর্ট এর জরিমানাচলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে- পার্বত্য উপদেষ্টাতথ্য অফিসের আয়োজনে বাঙ্গালহালিয়ায় নারী সমাবেশ অনুষ্ঠিতকাপ্তাইয়ে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক টাইফয়েড টিকাদানে উঠান বৈঠকরাঙ্গামাটির কাপ্তাইয়ে শিক্ষক-কর্মচারীরা মানববন্ধনে, শিক্ষার্থীরা খেলার মাঠেঅনেক প্রকার শাক সবজি এক সাথে রান্না করলে সুষম পুষ্টি বজায় থাকে১০আর.ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদেও মাঝে শিক্ষা সামগ্রী বিতরণদীঘিনালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিসের মহড়াখাগড়াছড়ির রামগড়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিতরাঙ্গামাটির রাজস্থলীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
[/vc_column_text][/vc_column][/vc_row]

রাঙ্গামাটির লংগদুতে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

১২

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
ঈদুল আযহা উপলক্ষে সোনাই ৪নং যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেল ৫টার দিকে সোনাই বাজারের স্থানীয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি আবদুল মতিন মেম্বার এর সভাপতিত্বে ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রাসেল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদ,সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ও উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবিএস মামুন।

এতে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, যুব সমাজের নেতৃবৃন্দ এবং ক্রীড়া প্রতিযোগিতার অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা সমাজ উন্নয়নে যুবকদের ভূমিকার কথা তুলে ধরেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সংবর্ধিত অতিথিকে স্মারক তুলে দেওয়া হয়।