[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
মানিকছড়িতে কৃষকের সেবা নিশ্চিত করণের লক্ষ্যে মতবিনিময়বাঘাইছড়ির সাজেকে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র গোলাবারুদ উদ্ধাররাঙ্গামাটির লংগদুতে মোটরসাইকেল দূর্ঘটনায় বৃদ্ধার মৃত্যুআলীকদমে পিআইও’র বিরুদ্ধে চেয়ারম্যান ও মেম্বারদের অবস্থান কর্মসূচিবিএনপি সম্প্রীতি, উন্নয়ন ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিশ্বাসীরামগড়ে বাজার নিয়ন্ত্রণে টাস্কফোর্সের অভিযানে জরিমানাকাপ্তাই উপজেলা যুবদলের আহবায়ক জাহেদুল এর বাবার ইন্তেকালজুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে কাপ্তাই নৌবাহিনীর ফ্রি চিকিৎসা সেবারাঙ্গামাটিতে এপিবিএন এর প্রথম ক্যাম্প উদ্বোধনএকজন পিতা ও অভিভাবক হিসেবে তিনিও শোকে কাতর
[/vc_column_text][/vc_column][/vc_row]

বান্দরবানে ভগ্নীপতি দ্বারা ধর্ষণের শিকার শ্যালিকা

॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের সদর উপজেলায় ভগ্নীপতি দ্বারা ধর্ষণের শিকার হয়েছে নয় বছরের এক শ্যালিকা। এঘটনায় ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১১ জুন) সন্ধায় তালুকদার পাড়া পর্যটন চাকমা পাড়া এলাকায় নিজ বাগান বাড়িতে এই ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।

গ্রেরতার মোঃ আয়াস, সে আলীকদম উপজেলার পান বাজার এলাকার মোঃ বদি আলমের ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মা-বাবা মেয়েটিকে একা রেখে বাড়ির বাইরে গিয়েছিল। রুমে একা পেয়ে তার দুলাভাই শ্যালিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। সন্ধায় তার মা-বাবা বাড়িতে ফিরে আসলে শিশুটিকে রক্তাক্ত দেখে জিজ্ঞাসা করে ঘটনার সব খুলে বলে দেন। পরে স্থানীয়দের মাঝে জানাজানি হলে গোণধোলাই দিয়ে যুবককে পুলিশের কাছে তুলে দেন।

মেয়েটি বাবা সৈয়দ আলম বলেন, বড় মেয়েকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম। বাড়িতে আমার ছোট মেয়ে একা ছিল। সুযোগ বুঝে আমার মেয়ের কক্ষে ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। রক্তাক্ত অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্পর্কে সে আমার বড় মেয়ে জামাই হয়।

বান্দরবান সদর থানার উপ পুলিশ পরিদর্শক (এসআই) ত্রিরতন বড়ুয়া বলেন, ধর্ষণকারীকে স্থানীয়রা পুলিশে সোর্পদ করেছে। বর্তমানে মেয়েটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আসামীর বিরুদ্ধে ধর্ষণের মামলায় আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।